ভালবাসা মানে
ভালবাসা মানে
কিছু আবেগমাখা মিথ্যে বাক্য,
ভালবাসার শুরুতে
কাউকে পাবার আকাঙ্খা
শেষে দুর্ভাগ্য।
ভালবাসা মানে
প্রেমিকার ছবি হৃদয়ে টাঙ্গানো,
ভালবাসা মানে
বেদনার নীল রঙে
নিজেকে রাঙ্গানো।
ভালবাসা মানে
কবিতায় লেখা যে কোন কবির
কয়েকটি লাইন,
ভালবাসা মানে
অবিশ্বাসে ভরা প্রেমের রাজ্যের
অন্ধ আইন।
ভালবাসা মানে
ব্যর্থ প্রেমের করুণ ইতিহাস,
যার নমুনা-
শরৎচন্দ্রের লেখা দেবদাস।
ভালবাসা মানে
প্রেমিকার তরে উৎসর্গ করা
প্রেমিকের জীবন,
ভালবাসা মানে
জীবনে জড়ানো হতাশার কাফন।
ভালবাসা মানে
বলবো কি আর?
ভালবাসা মানে
ব্যথার পাহাড়।
ভালবাসা মানে
শুধুই কষ্ট,
ভালবাসা মানে
জীবন নষ্ট।
ভালবাসা মানে
মিছে স্বপ্নের ঘর বাঁধা,
ভালবাসা মানে
নিজের ভূলে অবশেষে কাঁদা।
------------------------
(২২/০১/২০০২ তারিখে রচিত। এটি আমার লেখা কবিতাগুলোর মধ্যে প্রথম সংরক্ষিত কবিতা।)
****০০০০****
কিছু আবেগমাখা মিথ্যে বাক্য,
ভালবাসার শুরুতে
কাউকে পাবার আকাঙ্খা
শেষে দুর্ভাগ্য।
ভালবাসা মানে
প্রেমিকার ছবি হৃদয়ে টাঙ্গানো,
ভালবাসা মানে
বেদনার নীল রঙে
নিজেকে রাঙ্গানো।
ভালবাসা মানে
কবিতায় লেখা যে কোন কবির
কয়েকটি লাইন,
ভালবাসা মানে
অবিশ্বাসে ভরা প্রেমের রাজ্যের
অন্ধ আইন।
ভালবাসা মানে
ব্যর্থ প্রেমের করুণ ইতিহাস,
যার নমুনা-
শরৎচন্দ্রের লেখা দেবদাস।
ভালবাসা মানে
প্রেমিকার তরে উৎসর্গ করা
প্রেমিকের জীবন,
ভালবাসা মানে
জীবনে জড়ানো হতাশার কাফন।
ভালবাসা মানে
বলবো কি আর?
ভালবাসা মানে
ব্যথার পাহাড়।
ভালবাসা মানে
শুধুই কষ্ট,
ভালবাসা মানে
জীবন নষ্ট।
ভালবাসা মানে
মিছে স্বপ্নের ঘর বাঁধা,
ভালবাসা মানে
নিজের ভূলে অবশেষে কাঁদা।
------------------------
(২২/০১/২০০২ তারিখে রচিত। এটি আমার লেখা কবিতাগুলোর মধ্যে প্রথম সংরক্ষিত কবিতা।)
****০০০০****
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফাহমিদা ফাম্মী ০৮/১১/২০১৩রবি ঠাকুর বলেছেন '' মদ খা গাজা খা '' তবু প্রেম করিস না,
-
বৃষ্টিকণা ০৩/১১/২০১৩'ভালবাসা মানে
প্রেমিকার ছবি হৃদয়ে টাঙ্গানো,'
'ভালবাসা মানে
প্রেমিকার তরে উৎসর্গ করা
প্রেমিকের জীবন,'
এর উল্টোটাও হয় এখন।
ধন্যবাদ সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য। -
বৃষ্টিকণা ০৩/১১/২০১৩'ভালবাসা মানে
প্রেমিকার ছবি হৃদয়ে টাঙ্গানো,'
'ভালবাসা মানে
প্রেমিকার তরে উৎসর্গ করা
প্রেমিকের জীবন,'
এর উল্টোটাও হয় এখন।
ধন্যবাদ সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য। -
আরিয়ান খান ৩১/১০/২০১৩অভিনন্দন মিঃ সায়েম খান সুন্দর একটি কবিতা এই ব্লগের পাঠকদের উপহার দেয়ার জন্য।
-
আরজু নাসরিন পনি ৩১/১০/২০১৩প্রথমেই অভিনন্দন জানাই, আপনার লেখা কবিতাগুলোর মধ্যে প্রথম সংরক্ষিত কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্যে ।
'ভালোবাসা' মানে একতরফা প্রেমিকের নয় হে খোকা
'ভালোবাসা' দিয়ে প্রেমিকারাও খায় ধোকা ।
সেই ধোকাতে প্রেমিকার জীবন হয় যে আঁকাবাঁকা ।
রঙধনুর রঙে রাঙানো জীবনে হয়ে যায় সব ফাঁকা ।
কথার ফুলঝুড়ি দিয়ে যে কবি
রচে কবিতা পাকা,
'ভালোবাসা' একা প্রেমিকের নয়,
প্রেমিকারা ও খায় ছ্যাঁকা...
ধোকা ! ধোকা !! ধোকা !!! -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩০/১০/২০১৩সত্যিই বলেছেন ভাই।আপনার সাথে সহমত।ভালো লাগলো কবিতা।
-
জহির রহমান ৩০/১০/২০১৩ভালোবাসার মানে
নিজের ভুলে অবশেষে কাঁদা।
- এখন আর ভালোবেসে কেউ কাঁদেনা মনে হয়। ভালো বাসার মতো ভালোবাসাও মনে হয় এখন আর ভালো নেই।
শুভেচ্ছা কবিতাটির জন্য। আরো কবিতা চাই। -
সুমাইয়া বরকতউল্লাহ্ ৩০/১০/২০১৩এত এত মানে
সবাই কি জানে?
ধন্যবাদ। -
রাখাল ৩০/১০/২০১৩ভালোবাসার মানে সবাই জানে
তবু বিপদই মানুষকে টানে ।