কঠিন হৃদয় চাই
হে সৃষ্টিকর্তা পালনকর্তা
ওগো প্রভূ দয়াময়,
তোমার ইশারায় জানি
জগতের সকল কিছুই হয়।
তুমি চাইলে মৃত প্রাণীকেও
জীবিত করতে পারো,
তোমার ইচ্ছার বিরুদ্ধাচারণ...!
সাধ্য তো নেই কারো।
অসহায়ের সহায় আর
নিরাশের আশা তুমি,
তাইতো আজকে তোমার কাছে
আরজি করছি আমি।
আমার নরম হৃদয় বদলে
দাও কঠিন হৃদয়,
শত সহস্র আঘাতেও যে
থেকে যাবে অক্ষয়।
নরম হৃদয় পেয়ে সকলে
দিয়েছে শুধুই ধোঁকা,
আজকের যুগে সকলে চালাক
আমি রয়ে গেনু বোকা।
যতই ঠকেছি ততই বুঝেছি
সরল থাকতে নেই,
সহজ-সরল থাকলে এযুগে
পদে পদে ঠকবেই।
তাই আজকের প্রার্থনা মোর
ওগো প্রভূ দয়াময়,
আমার নরম হৃদয় বদলে
দাও কঠিন হৃদয়।
************
ওগো প্রভূ দয়াময়,
তোমার ইশারায় জানি
জগতের সকল কিছুই হয়।
তুমি চাইলে মৃত প্রাণীকেও
জীবিত করতে পারো,
তোমার ইচ্ছার বিরুদ্ধাচারণ...!
সাধ্য তো নেই কারো।
অসহায়ের সহায় আর
নিরাশের আশা তুমি,
তাইতো আজকে তোমার কাছে
আরজি করছি আমি।
আমার নরম হৃদয় বদলে
দাও কঠিন হৃদয়,
শত সহস্র আঘাতেও যে
থেকে যাবে অক্ষয়।
নরম হৃদয় পেয়ে সকলে
দিয়েছে শুধুই ধোঁকা,
আজকের যুগে সকলে চালাক
আমি রয়ে গেনু বোকা।
যতই ঠকেছি ততই বুঝেছি
সরল থাকতে নেই,
সহজ-সরল থাকলে এযুগে
পদে পদে ঠকবেই।
তাই আজকের প্রার্থনা মোর
ওগো প্রভূ দয়াময়,
আমার নরম হৃদয় বদলে
দাও কঠিন হৃদয়।
************
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ৩১/১০/২০১৩
-
বৃষ্টিকণা ২৫/১০/২০১৩ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার চাওয়া যেন পূরণ হয়, আর যেন কারও কাছ থেকে ধোকাবাজির শিকার না হতে হয়।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/১০/২০১৩আপনার খুবই চমৎকার।তবে নরম দিল থাকাই ভালো।বেশী শক্ত হয়ে গেলে জগৎ আপনাকে হয়তো চাইবে না।ধন্যবাদ একটি ভালো কবিতার জন্য।
কঠিন যারা
সবার হৃদয়
পায় না তারা ।
এই কথাটি
রেখো মনে
থেকো তুমি
বন্ধুর সনে ।।
যারা ধোঁকা দেয়, তারা নিজেরাও প্রকৃতি থেকেই ধোঁকা খায় । সৃষ্টিকর্তা সে ব্যবস্থা সয়ঙক্রিয়ভাবেই করে রেখেছেন ।
বরং প্রভুর কাছে এই প্রার্থনা করুন...
ধোকাবাজদের থেকে রক্ষা করো,
কঠিন করো মোরে...
এ নহে মোর প্রার্থনা ।
ধোকাবাজিতে পড়ে
নিজেকে না হারাই যেন
তেমন মনের জোর দাও প্রভু ।।