www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার মা

হাঁসিমুখে সবকিছু সয়
সেই তো আমার মা,
যার মত আর আপন ভবে
কেউ তো হবেনা।
ছোট্ট বেলায় সবচে যখন
ছিলাম অসহায়,
যত্ন করে রেখেছেন মা
তার আঁচল তলায়।
গায়ের চামড়ায়
তার জুতা বানালেও
ঋন হবেনা শোধ,
তার মনে যে দুঃখ দেয়
কোন সে নির্বোধ?
পায়ের নিচে বেহেস্ত যে তার
সবাই জানি তা,
সবচে বেশি মমতাময়ী
সেই তো আমার মা।
************
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইসমাত ইয়াসমিন ১১/১১/২০১৩
    অনেক ধন্যবাদ জানাই মাকে নিয়ে এত সুন্দর একটা কবিতা লেখার জন্য। মায়ের তুলনা কারো সাথে হয়না।
    • সায়েম খান ১২/১১/২০১৩
      ধন্যবাদ ইয়াসমিন, আপনার প্রেরণা আমাকে নতুন কবিতা লিখতে উৎসাহিত করবে।
  • আরজু নাসরিন পনি ২৫/১০/২০১৩
    দারুণ !
    সকাল সকাল মনটাই ভরে গেল মায়ের কবিতা পড়ে ।

    অনেক কৃতজ্ঞতা জানাই সায়েম, মা কে এতো সুন্দর একটা কবিতা আমাদের উপহার দেবার জন্যে ।
    অনেক অনেক ভালো থাকুন ।।
    • সায়েম খান ৩১/১০/২০১৩
      মিঃ আরজুপনি কে আমার ব্লগে সু-স্বাগতম। আপনার মন্তব্যের অপেক্ষায় ছিলাম। অনেক ধন্যবাদ আমাকে উৎসাহ দেয়ার জন্য।
  • বৃষ্টিকণা ২৫/১০/২০১৩
    মায়ের কবিতা দিয়ে ব্লগ লেখা শুরু করেছেন জেনে আনন্দিত হলাম। ছোট্ট একটি কবিতার মাঝে মায়ের পুরো বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আপনি। সত্যিই অসাধারণ, পোস্টে +
  • সত্যিই পুরুস্কার পাওয়ার মতো কবিতা।ভালো লাগলো মায়ের কবিতা।
    • সায়েম খান ৩১/১০/২০১৩
      সাখাওয়াৎ ভাইকে স্বাগতম আমার ব্লগে আপনিই প্রথম মন্তব্যকারী। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
  • সায়েম খান ২৪/১০/২০১৩
    এটি আমার একটি পুরস্কারপ্রাপ্ত কবিতা। মা কে নিয়ে কবিতা রচনা প্রতিযোগিতায় আমি আমার এই কবিতাটি দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমি ২য় স্থান অর্জন করেছিলাম। আজ সেই কবিতাটি দিয়েই আমার ব্লগ লেখার সূচনা করলাম।
 
Quantcast