লাল শ্যাওলা
***লাল শ্যাওলা***
সয়েল সেলিম হাসান
দেশটা লাল মাটির নহে,সবুজায়নের দেশ
কতই না প্রাণী রয়েছে,কতই বা বৈচিত্র্য।
কেউ বেঁটে,কেউ লম্বা,কেউ মাঝারি,কেউবা রোগা
দেখতে যেমন মুখশ্রী, তেমনি নানান বৈচিত্রের কেশ।
কখনো গ্রীষ্ম,কখনো শীত,কখনো বসন্ত কখনো বর্ষা
এরা ভারতবাসী এদের অনেক আশা ভরসা।
দেশটাও বিশ্ব বাসির কাছে পরিচিত
এই মাটিতেই নাকি জ্ঞান বিজ্ঞান মুনিদের চাষ
প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই এখানে মানুষের বসবাস।
এরা সহজ সরল সাদা সিধে নিজ নিজ ধর্মে বিশ্বাসী
কেবা জানতো এদের মধ্যেও আসবে covid19 ভাইরাসটি।
এ নাকি বিশ্ব মহামারী,সবাইকে করবে ধ্বংস
তাইতো সকল নাগরিক নিজ নিজ দাইত্বে নিল অংশ।
খুললো ত্রাণ শিবির হলো কোটি কোটি দান
তবুও কৃষকরা চিন্তিত, তাদের মাঠে আছে ধান।
এরই মাঝে শুরু হলো হিন্দু মুসলমান
করোনা নাকি জাত চেনে গুরুরা দিল নিধান।
চারিদিকে খিলকুলুপ চায়ের দোকান বন্ধ
তবুও শুরু হলো জাত পাতের কানাকানি ছড়িয়ে পড়লো গন্ধ।
এক গাঁয়ে বাসকরে হিন্দু মুসলমান, এক কোলে খায় পানি
শুরু হলো মহাসংকট,প্রাণ নিয়ে টানাটানি।
স্বাথপরেরা মজামারে অর্থ ভান্ডার টানতে
খিলকুলুপেও প্রাণী মরে সকলের অজান্তে।
কতদিন থাকবে তারা গৃহ বন্দী, পেটে দম মেরে
পেটের জ্বালায় বেরিয়ে আসে আইন অমান্য করে।
পুলিশ বাবাজি বেজায় শক্ত,দেখে মারে তাড়া
নর কঙ্কাল মানুষ গুলো খিদের জ্বালায় খাড়া।
ছেলে কাঁদে,মেয়ে কাঁদে, কাঁদে বউখানি,তার পরেও বুড়িমার চলে গোঙ্গানী
লাল শ্যাওলা দেখে তারা মারে জলাশয় ঝাঁপ
শুনেছি সেখানেই নাকি মরেছিল covid19 আক্রান্ত মানুষ,কুকুর,বিড়াল আর বিষাক্ত সাপ।
মহিপাল, দক্ষিণ দিনাজপুর
১৪/০৪/২০২০
সয়েল সেলিম হাসান
দেশটা লাল মাটির নহে,সবুজায়নের দেশ
কতই না প্রাণী রয়েছে,কতই বা বৈচিত্র্য।
কেউ বেঁটে,কেউ লম্বা,কেউ মাঝারি,কেউবা রোগা
দেখতে যেমন মুখশ্রী, তেমনি নানান বৈচিত্রের কেশ।
কখনো গ্রীষ্ম,কখনো শীত,কখনো বসন্ত কখনো বর্ষা
এরা ভারতবাসী এদের অনেক আশা ভরসা।
দেশটাও বিশ্ব বাসির কাছে পরিচিত
এই মাটিতেই নাকি জ্ঞান বিজ্ঞান মুনিদের চাষ
প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই এখানে মানুষের বসবাস।
এরা সহজ সরল সাদা সিধে নিজ নিজ ধর্মে বিশ্বাসী
কেবা জানতো এদের মধ্যেও আসবে covid19 ভাইরাসটি।
এ নাকি বিশ্ব মহামারী,সবাইকে করবে ধ্বংস
তাইতো সকল নাগরিক নিজ নিজ দাইত্বে নিল অংশ।
খুললো ত্রাণ শিবির হলো কোটি কোটি দান
তবুও কৃষকরা চিন্তিত, তাদের মাঠে আছে ধান।
এরই মাঝে শুরু হলো হিন্দু মুসলমান
করোনা নাকি জাত চেনে গুরুরা দিল নিধান।
চারিদিকে খিলকুলুপ চায়ের দোকান বন্ধ
তবুও শুরু হলো জাত পাতের কানাকানি ছড়িয়ে পড়লো গন্ধ।
এক গাঁয়ে বাসকরে হিন্দু মুসলমান, এক কোলে খায় পানি
শুরু হলো মহাসংকট,প্রাণ নিয়ে টানাটানি।
স্বাথপরেরা মজামারে অর্থ ভান্ডার টানতে
খিলকুলুপেও প্রাণী মরে সকলের অজান্তে।
কতদিন থাকবে তারা গৃহ বন্দী, পেটে দম মেরে
পেটের জ্বালায় বেরিয়ে আসে আইন অমান্য করে।
পুলিশ বাবাজি বেজায় শক্ত,দেখে মারে তাড়া
নর কঙ্কাল মানুষ গুলো খিদের জ্বালায় খাড়া।
ছেলে কাঁদে,মেয়ে কাঁদে, কাঁদে বউখানি,তার পরেও বুড়িমার চলে গোঙ্গানী
লাল শ্যাওলা দেখে তারা মারে জলাশয় ঝাঁপ
শুনেছি সেখানেই নাকি মরেছিল covid19 আক্রান্ত মানুষ,কুকুর,বিড়াল আর বিষাক্ত সাপ।
মহিপাল, দক্ষিণ দিনাজপুর
১৪/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৪/২০২০বেশ!
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৪/০৪/২০২০অনন্য কবি ।
-
ফয়জুল মহী ১৪/০৪/২০২০চমৎকার