www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সয়েল সেলিম হাসান

করোনা
সয়েল সেলিম হাসান

শুনেছি তুমি ভয়ংকর তুমি ধ্বংসকারী
তুমি তাবড় তাবড়দের করেছো নিস্তেজ নাজেহাল।
তোমার জন্য দেশ থেকে দেশান্তর কাবুকাত
তুমি ভয় পাইয়ে দিয়েছো অস্ত্র দানবদের চূর্ণ করেছো অহংকার
তুমি সর্বনাশা তুমি ধ্বংসকারী তুমি করোনা।
তোমার নাম শুনে বড্ড হাসি পায়..করোনা
মা বাবা কাকা কাকী পিসি মাসী দাদা দিদি কতই বলেছে তোমার নাম।
বাবু তুমি এটা করোনা, ওটা করোনা
আর এখন তোমাক ভয়
হ্যা হ্যা হ্যা -- হাসি পায়

কিন্তু তুমি ভয়ঙ্কর,তুমি ধ্বংসকারী,তুমি সর্বনাশা
তুমি কাল বৈশাখী তুমি ঘূর্ণি তুমি সাইকলন।
তুমি ভয়,তুমি ডর, তুমি ডেঞ্জার।
তুমি মুকুতধারি রাজ অস্ত্র তোমার তীক্ষ্ণ
তুমি হিংস্র থেকে হিংস্রতর মন তোমার ক্ষীণ
তুমি আঁধার তুমি শাস্তি তুমি বিচারক
হ্যা পাপাচারে মজে যাওয়া মানুষ জাতির বিচারক
তুমি কমিয়ে দিয়েছো অপরাধ, সুযোগ করে দিয়েছো মানবতা অর্জন করার
তুমি সবাইকে করেছো ঘর বন্দী,মুক্ত করেছো পরিবেশ
তুমি চিনিয়েছো পরিবার দেখিয়েছো আলো
আমরা মানব জাতি সব বুঝেগেছি এবার তুমি পৃথিবী ছাড়ো
তুমি মুকুট তুমি করোনা তুমি ভাইরাস
তুমি আকাল, তুমি অভাব, তুমি কষ্ট
মানুষ মানুষের সম্পর্ক তুমি করেছো নষ্ট।

অনেক হয়েছে এবার তুমি যাও মুক্ত করো পৃথিবী
তোমার জন্য বিশ্ব ত্রাণ শিবির আর বাইতে পারছেনা তরী।
তোমার জন্য মানুষ আজ নাস্তা নবুদ
তোমার জন্য আজ ঘরে ঘরে কান্না
তোমার জন্য আজ লক ডাউন
তোমার জন্য আজ অনেকের ঘরে হয়েনা রান্না।
তোমারও আর্জি নিয়ে আল্লাহর কাছে করি মুনাজাত
হে মাবুদ সমস্ত মানব জাতিকে ক্ষমা করো তুমি
বিবেক দাও, বুদ্ধি দাও, দাও সততা
খুলে দাও মানবতার দ্বার, হয় উঠুক মানুষ
এবার তুমি তুলে নাও তোমার প্রেরিত গজব
মুক্ত করো দ্বার অটুট থাকুক বন্ধন
হারিয়ে যাক করোনা।।

২৭/০৩/২০২০
মহিপাল, দ:দিনাজপুর
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast