চিবুকের টান
আহা: মনেহয় অফুরন্ত যৌবনের আঁখি কক্ষে মায়াবী ছায়া
ওষ্ঠ অধরের আলিঙ্গনে ধরা পড়ছে অন্য এক রূপের মায়া।
তোমার কালো ঘন চিবুকের টানে
জানিনা কি যেন সাড়া দে আমার মনে।
তোমার চোখের চাহনি,নাকের গড়ন আর মুখের হাসি
মনেহয় মরণের পরেও যেন দেব হাজার বার ফাঁসি।
কিন্তু তোমার দেখা মেলেনি আজও
শুধু স্বপ্নে ভাবি
তুমি আমার নও বাস্তবের নারী
তুমি আমার কল্পনার পরী।
ওগো পরী, তোমার কি ইচ্ছে হয়ে এই ধরণীতে আসার
কেন,, ইচ্ছে নেই কেন?
আমি যে তোমার চিবুকের টানে তোমার কাছে যেতে পারি হাজার বার।
তুমি কি আমায় ভালোবাসো না, বুঝতে পারলে না আমার মন
আমি যে তোমার আশায় দিন গুনি সারাক্ষণ।
ও বুঝেছি , তুমি ভয় পাও এই ধরণীতে আসার
কেননা এখানে মানুষ নেই,, আছে শুধু নোর পশু
এখানে অত্যাচার থেকে বাদ যায় না আট বছরের শিশু।
ওষ্ঠ অধরের আলিঙ্গনে ধরা পড়ছে অন্য এক রূপের মায়া।
তোমার কালো ঘন চিবুকের টানে
জানিনা কি যেন সাড়া দে আমার মনে।
তোমার চোখের চাহনি,নাকের গড়ন আর মুখের হাসি
মনেহয় মরণের পরেও যেন দেব হাজার বার ফাঁসি।
কিন্তু তোমার দেখা মেলেনি আজও
শুধু স্বপ্নে ভাবি
তুমি আমার নও বাস্তবের নারী
তুমি আমার কল্পনার পরী।
ওগো পরী, তোমার কি ইচ্ছে হয়ে এই ধরণীতে আসার
কেন,, ইচ্ছে নেই কেন?
আমি যে তোমার চিবুকের টানে তোমার কাছে যেতে পারি হাজার বার।
তুমি কি আমায় ভালোবাসো না, বুঝতে পারলে না আমার মন
আমি যে তোমার আশায় দিন গুনি সারাক্ষণ।
ও বুঝেছি , তুমি ভয় পাও এই ধরণীতে আসার
কেননা এখানে মানুষ নেই,, আছে শুধু নোর পশু
এখানে অত্যাচার থেকে বাদ যায় না আট বছরের শিশু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ২৫/০৪/২০১৮সুন্দর লেখনি।
-
পবিত্র চক্রবর্তী ২৫/০৪/২০১৮খুব ভালো