বলবো না তবু বলতে হলো
বলবো না তবু বলতে হলো
সয়েল সেলিম হাসান
তুমি কি সত্যি সেই বৃষ্টি ভেজা রমণী?
সারা শরীরে বৃষ্টির ছিটে - ফোঁটা আর
সাদা কালো মেঘের দাগ।
তুমি ভিজছো কেন, পাশে এসে বসো
দেখো আমি কি লিখছি।।
আরে তোমাকেই ভাবছি, ভেবেছি
তোমার কথাই লিখবো।
তোমার সেই হাসি, তোমার সেই কালো চুল
তোমার টানা টানা নয়ন তারা.....
না আমি আর পারছি না,আমার হাত আর চলছেনা
দেখো দেখো এই বৃষ্টি,এই কালো মেঘ
আর এই প্রকৃতি কেমন যেন নিস্তব্ধ
হারিয়ে ফেলেছে তার হাসি।
তাই আজ তোমার হাসি আমায় ধরা দিচ্ছে না।
বারে বারে আমার মাথায় কাজ করছে এক বিশাল অপরাধ বোধ।
কেন যেন মনে হচ্ছে পৃথিবীর বুকে হারিয়ে গেছে মনুষত্ব।
কেন জানি না, বারে বারে মনে পড়ছে সেই মানুষটার কথা।
কেন মনে পড়ছে তার কথা?
সে কি আমার ভাই বাবা কাকা
তবু মনে হয়ে কি অপরাধ করেছিল সে,
সেও তো মানুষ।
নাম তার আফরাজুল, তাই কি তাকে মরতে হলো?
জ্বলতে হলো গেরুয়ারর আগুনে,
সহ্য করতে হলো হাজারো হাজার অস্ত্রের আঘাত।
এটাই কি আজ সভ্য মানুষের লাভ জেহাদ।
তারও তো স্ত্রী ছিল সন্তান ছিল,
ছিল সংসার আর অভাব
তাই তার হত্যার নাম দেওয়া হলো লাভ জেহাদ।
তোমরা হিন্দু মুসলিম খ্রিষ্টান,
সাদা লাল নীল গেরুয়া, যাই হও না কেন
তোমাদেরও শরীরে তো বইছে সেই লাল রক্ত
তাহলে তোমরা কি করে হয়ে যাচ্ছ সেই অমানুষদের ভক্ত।
হ্যা , মনে পড়েছে তোমার সেই কালো চুল, টানা টানা নয়ন তারা
আর তোমার সেই কোমল মুখের হাসি।।
..........সেলিম...
০৯/১২/২০১৭
সয়েল সেলিম হাসান
তুমি কি সত্যি সেই বৃষ্টি ভেজা রমণী?
সারা শরীরে বৃষ্টির ছিটে - ফোঁটা আর
সাদা কালো মেঘের দাগ।
তুমি ভিজছো কেন, পাশে এসে বসো
দেখো আমি কি লিখছি।।
আরে তোমাকেই ভাবছি, ভেবেছি
তোমার কথাই লিখবো।
তোমার সেই হাসি, তোমার সেই কালো চুল
তোমার টানা টানা নয়ন তারা.....
না আমি আর পারছি না,আমার হাত আর চলছেনা
দেখো দেখো এই বৃষ্টি,এই কালো মেঘ
আর এই প্রকৃতি কেমন যেন নিস্তব্ধ
হারিয়ে ফেলেছে তার হাসি।
তাই আজ তোমার হাসি আমায় ধরা দিচ্ছে না।
বারে বারে আমার মাথায় কাজ করছে এক বিশাল অপরাধ বোধ।
কেন যেন মনে হচ্ছে পৃথিবীর বুকে হারিয়ে গেছে মনুষত্ব।
কেন জানি না, বারে বারে মনে পড়ছে সেই মানুষটার কথা।
কেন মনে পড়ছে তার কথা?
সে কি আমার ভাই বাবা কাকা
তবু মনে হয়ে কি অপরাধ করেছিল সে,
সেও তো মানুষ।
নাম তার আফরাজুল, তাই কি তাকে মরতে হলো?
জ্বলতে হলো গেরুয়ারর আগুনে,
সহ্য করতে হলো হাজারো হাজার অস্ত্রের আঘাত।
এটাই কি আজ সভ্য মানুষের লাভ জেহাদ।
তারও তো স্ত্রী ছিল সন্তান ছিল,
ছিল সংসার আর অভাব
তাই তার হত্যার নাম দেওয়া হলো লাভ জেহাদ।
তোমরা হিন্দু মুসলিম খ্রিষ্টান,
সাদা লাল নীল গেরুয়া, যাই হও না কেন
তোমাদেরও শরীরে তো বইছে সেই লাল রক্ত
তাহলে তোমরা কি করে হয়ে যাচ্ছ সেই অমানুষদের ভক্ত।
হ্যা , মনে পড়েছে তোমার সেই কালো চুল, টানা টানা নয়ন তারা
আর তোমার সেই কোমল মুখের হাসি।।
..........সেলিম...
০৯/১২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এন আই পারভেজ ২৮/১২/২০১৭আরও এই রকম লেখা চাই।
-
মোঃ ফাহাদ আলী ২৭/১২/২০১৭কোমল মুখের হাসি আরো সুন্দর হোক।
-
কামরুজ্জামান সাদ ২৬/১২/২০১৭অপূর্ব!
-
সাঁঝের তারা ২৬/১২/২০১৭ভাল প্রতিবাদী কবিতা ...