www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অঙ্গীকার

মনে পড়ে আজ থেকে ঠিক দশ বছর আগের কথা-
যখন আমি আর তুমি শুধু দুজনে হারিয়ে যেতাম হেথা-হোথা।
হয়তো নিজের অজান্তেই কখনও কখনও তোমার কোলে রাখতাম মাথা,
এই আম্রকুঞ্জের প্রতিটি গাছেই সেই টুকরো স্মৃতি গুলো আছে লেখা।
জানিস আজও সেই তোর প্রিয় লাল গোলাপটা নিয়ে এসেছি!
আজ আমি কাছে সব আছে গাড়ি বাড়ি টাকা পয়সা সব পেয়েছি;
কিন্তু সত্যি এইসব পেতে পেতে অনেক দেরি করে ফেলেছি!
তবে বিশ্বাস কর সেদিন ভিড়ে ঠাঁসা সিডনী-
তোর শেষ ফোনের রিংটোন শুনতে দেয়নি!
তুই এইভাবে ফাঁকি দিবি ভাবতেও পারিনি,
তারপর কতবার ফোন করেছি তোকে--
কেও বলতে পারেনি কি হয়েছে তোর সাথে-
তোর লেখা শেষ চিঠিটা এলো আমার হাতে,
রিসার্চ পেপার গুলো আমার অশ্রুস্নাত চোখে ক্রমে আবঝা হতে থাকে।
বুঝলাম ভালোবাসার পূজায় নিজেকে উৎসর্গ করেছে আমার সুদীপা!
জীবন দিয়ে প্রমান করলি নিজের ভালোবাসা!
অন্য কাউকে আপন করতেই পারতিস ভেবে বাড়ির কথা,
জানিস তোর শেষ ইচ্ছেটাকে হতে দিইনি বৃথা-
বিয়ে করেছি আমি অন্য কাউকে রাখতে তোর শেষ ইচ্ছের মর্যদা!
তবে এই বসন্তের স্নিগ্ধ রঙ্গিন পলাশ বনে-
আজ শুধু বিরহী কোকিলের কন্ঠস্বর বাজছে আমার মনে!
এই জন্মে না হোক পরের জন্মে মিলন হবেই তোর সনে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast