ধর্ম
ধর্ম
শুনিল যবে নিঝুম আকুতি
শঙ্খনিনাদ্ ঘন্টা ,
দুর হতে দুরে শোনা যায় সুরে
আকুতি মিনতি শঙ্কা ।
সেথা বন্দি কত যুগ হতে
কোন সে অতল তলে ,
হৃদয়ের আজও বালুচরে বাঁধা
ধর্মধজ্জার আড়ালে ।
ভাঙবে কে আর ভাঙবে হেথায়
পূর্ণ্য খেয়ায় বাঁধা,
ধর্মের স্রোতে হারিয়ে যেতে
নেই যে কারও দ্বিধা।
ভাববে কবে ধর্ম যবে
হবে যে শুন্য ধূলি,
যেতে যেতে হায় পথ যে বাঁকায়
মৃত্যু সবার শূলী।
তাই সম্বল , ধর্মের কম্বল
শুধু তাদেরই জন্যে,
গতি নাই আর , বিবেক বিকার
আত্মাহুতির বন্যে ।
ছুটে চলা তাই , জীবন পোহায়
রঙের এই দুনিয়াতে,
সুন্দর মুখ , দুখ আর সুখ
একই সাথে মিলাইতে ।
এসো হাত ধরি , কোলাকুলি করি
ভুলে সব ভেদাভেদ
মিলেমিশে তাই , হই ভাই ভাই
মুছে যাক সব বিভেদ।।
শুনিল যবে নিঝুম আকুতি
শঙ্খনিনাদ্ ঘন্টা ,
দুর হতে দুরে শোনা যায় সুরে
আকুতি মিনতি শঙ্কা ।
সেথা বন্দি কত যুগ হতে
কোন সে অতল তলে ,
হৃদয়ের আজও বালুচরে বাঁধা
ধর্মধজ্জার আড়ালে ।
ভাঙবে কে আর ভাঙবে হেথায়
পূর্ণ্য খেয়ায় বাঁধা,
ধর্মের স্রোতে হারিয়ে যেতে
নেই যে কারও দ্বিধা।
ভাববে কবে ধর্ম যবে
হবে যে শুন্য ধূলি,
যেতে যেতে হায় পথ যে বাঁকায়
মৃত্যু সবার শূলী।
তাই সম্বল , ধর্মের কম্বল
শুধু তাদেরই জন্যে,
গতি নাই আর , বিবেক বিকার
আত্মাহুতির বন্যে ।
ছুটে চলা তাই , জীবন পোহায়
রঙের এই দুনিয়াতে,
সুন্দর মুখ , দুখ আর সুখ
একই সাথে মিলাইতে ।
এসো হাত ধরি , কোলাকুলি করি
ভুলে সব ভেদাভেদ
মিলেমিশে তাই , হই ভাই ভাই
মুছে যাক সব বিভেদ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৯/০১/২০২০সুন্দর
-
নৃ মাসুদ রানা ১৭/০১/২০২০ভালো লিখেছেন।
-
ফয়জুল মহী ১৬/০১/২০২০সাবলীল সুন্দর উপস্থাপন ।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৬/০১/২০২০সুন্দর।