কার মনে
স্বরবৃত্ত সংক্ষেপনে যে কার
আমি তার কথা বলছি না
সাবজেক্ট বিষয়ের গল্প করছি না
বাক্যের বক্তাকে বলছি
‘কার(কেউ একজন) মনে কি বাজে?
তাই বলা কি আমার সাজে!
রুপান্তরে স্রোষ্টার প্রিয়
কর্ম ঘর্মে কার ভিজে দেহ?
পড়ানো সমাজের সভ্য
কি ভেবেছ, এটা কাব্য!
নব্য স্রোতে নদ-নদী
মুক্তজীবী পারাবারে
তার কথা আজ বলি
পড়ানো পাড়ায় শোরগোল?
হায় বিদ্যাপীঠ বন্ধ সকল
করোনা ( কোভিড-১৯) অচলায়াতনে
পরীক্ষা কর্তা যখন খাচ্ছে হিমসিম
পড়ানো পাগলারা বসে নেই।
এই বুঝি শুরু হলো রুটিন ( (৯: ০০ - ৪:৩০)
হৈ-হুল্লোর অ আ ক খ গল্পের রোল।
কেউবা বাসায়! বসায়
কেউ চলআলোকচিত্রে...।
কার মনে কি চলে?
আমি বলি কার মনে?
আমি তার কথা বলছি না
সাবজেক্ট বিষয়ের গল্প করছি না
বাক্যের বক্তাকে বলছি
‘কার(কেউ একজন) মনে কি বাজে?
তাই বলা কি আমার সাজে!
রুপান্তরে স্রোষ্টার প্রিয়
কর্ম ঘর্মে কার ভিজে দেহ?
পড়ানো সমাজের সভ্য
কি ভেবেছ, এটা কাব্য!
নব্য স্রোতে নদ-নদী
মুক্তজীবী পারাবারে
তার কথা আজ বলি
পড়ানো পাড়ায় শোরগোল?
হায় বিদ্যাপীঠ বন্ধ সকল
করোনা ( কোভিড-১৯) অচলায়াতনে
পরীক্ষা কর্তা যখন খাচ্ছে হিমসিম
পড়ানো পাগলারা বসে নেই।
এই বুঝি শুরু হলো রুটিন ( (৯: ০০ - ৪:৩০)
হৈ-হুল্লোর অ আ ক খ গল্পের রোল।
কেউবা বাসায়! বসায়
কেউ চলআলোকচিত্রে...।
কার মনে কি চলে?
আমি বলি কার মনে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম. মাহবুব মুকুল ১৬/০৭/২০২০দারুণ!
-
Md. Rayhan Kazi ১৬/০৭/২০২০অসাধারণ লেখনী
-
ফয়জুল মহী ১৪/০৭/২০২০। পাঞ্জল শব্দের গাঁথুনি। লেখা পড়ে বিমোহিত হলাম।