www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভয়াবহ

সৌরজগৎ যখন নতুন সাজে ব্যস্ত ঠিক তখনই তুমি আমি হঠাৎ তোমার আমার মৃত্যুর মিছিলে পদদালিত হচ্ছি অনবরত। সব ঠিক হবে! তুমি ঘরে থাকলে যদি তুমি ভালোথাকো। শুধু তোমার জন্য আমিও ঘর বন্দি থাকি যদি প্রিয় দেশ ভালো থাকে। লাল সবুজের মেলায় করোনায় ভয়ার্ত আক্রমন শেষে, যবে ঠিক হবে সব পারাবারের অভয়ারন্য, যবে দিন মজুর মুক্ত হবে অবরোধের শিকল থেকে। দিন শেষে আহারের আশায় যে শিশু যে বৃদ্ধ মাতা পিতা বসে আছে তার মুখে হাসি ফুটবেই। সাহায্য নয় অর্জ নের সুখে ভরে উঠবেই আমার সোনার বাংলা।

সাড়ে তিনফুট উচ্চতার রওনক যার মনোভূমের উচ্চতা সাড়ে তিন হাজার কোটি মিটারের চেয়েও উচু সে আজ ঘুমিয়ে পড়েছে। তার সৌরজগৎ আজ নিস্তব্ধ নিথর। তার রুহের মাগফিরাত কামনা করছি। করোনাকালে কাংঙ্খিত মৃত্যুও যে অনাকাংঙ্খিত কে বুঝে তা।

দূড়ে থাক যদি ভালো থাকি এই ধ্বংস যজ্ঞের সৌরভূমে। তুমি দূড়ে থাকলে আমি আর আমি দূড়ে থাকলে যদি তুমি ভালো থাক তাহলে দেশ ভালো থাকবে আবার পৃথিবী সাজবে রঙিন সজ্জায়।

আলোকিত দিনের প্রত্যাশায়
ঘরে আছি
ঘরে থাক,
ভালো আছি
ভলো থাক।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৫৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast