ঋণ
অনেক সাধনার পরে
পেলাম তেত্রিশের ঋণ
অকারণে মনের ঘরে
বাজায় মরণ বীণ।।
ঋণের বোঝা যাচ্ছে বেড়ে
অর্থ ও নীতির
সুখ সরবর নিচ্ছে শুষে
অসম প্রেম প্রীতির ।।
চন্দ্র সূর্য নিচ্ছে কিস্তি
জড় জ্বরে জোরাজুরি
অনন্ত বাহনে মাস্তি
বৈষয়িক সমস্যার কড়ি ।।
জড় জীবন দুই দুয়ারী
আলো বাতাস মাটি পানি
দ্বিচক্র যানে সোয়ারি
লেনাদেনায় টানে ঘানি।
পেলাম তেত্রিশের ঋণ
অকারণে মনের ঘরে
বাজায় মরণ বীণ।।
ঋণের বোঝা যাচ্ছে বেড়ে
অর্থ ও নীতির
সুখ সরবর নিচ্ছে শুষে
অসম প্রেম প্রীতির ।।
চন্দ্র সূর্য নিচ্ছে কিস্তি
জড় জ্বরে জোরাজুরি
অনন্ত বাহনে মাস্তি
বৈষয়িক সমস্যার কড়ি ।।
জড় জীবন দুই দুয়ারী
আলো বাতাস মাটি পানি
দ্বিচক্র যানে সোয়ারি
লেনাদেনায় টানে ঘানি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২৯/০১/২০১৮ভালো
-
সাঁঝের তারা ২৮/০১/২০১৮ভাল ...