দায়ভার
কঠিনও যে কঠিন নহে, সহজও যে সহজ!
পড়া-লেখা, পত্র-লেখা, প্রুফ-পড়া কিংবা কথোপকথন
ভুলিয়ে রাখে, ভুলে ভরা মগজ
অসম্ভবের সম্ভাবনার দায়-দেনায় ডুবুডুবু মন
রেখাপাত ত্রি-কালের যত জমা খরচে কাগজ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১২/২০১৬
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/১২/২০১৬ভালো। তবে প্রুপ > প্রুফ
-
শমসের শেখ ২৬/১২/২০১৬এগিয়ে যাও কবি বন্ধু ।
-
আব্দুল হক ২৫/১২/২০১৬ভাল কবিতা
সুরকার সুর করবে কিন্তু সানন্দে
আর শিল্পী গাইবে.........।
খুব ভাল লেগেছে শুভেচ্ছা রইল কবীর ভাই।