of sleep
১
চোঁখের পাতা এক হলেই আজ, নাকের বাঁশি বাজে
সৌরভূমে দৌড় ঝাপ কথা কাজ, ব্যস্ত লোকের সাজে।।
২
দিনে রাতে অক্ষি যুগল
সৃষ্টি স্রষ্টার প্রণয় ফসল
অন্ত আন্ত পড়ছে ভূগোল
ঘুম চুমো দিয়ে নেত্র দখল।।
৩
জিলহজ্ব এর আজ ক্ষণিক চাঁদ
ডুবল যখন ঘোর অবসাদ
আনন্দ নন্দিত লোকালয়ে প্রবঞ্চিত পরছে বাদ
এক পৃথিবী আধিয়ারে নিদ্রাদেবী করছে আবাদ।।
৪
আলোয় কালোয় আন্দোলনে
বন্ধনা নিদ গায়
চাওয়া পাওয়ার হিসাব অনলে
ন্যসিকার হোক জয়।।
৫
চোঁখ বুজিল
ক্লান্তী পালাল
ন্যাসিকা গান গায়
জীবন খুজে জীবন পেল
প্রাণে প্রাণে কথা কয়।।
৬
কর্ম ক্লান্তী ঘামে
জীবন সেশন জ্যামে
আটকে থাকা ঘুম
ভাদরের আদরে ছুটছে ধাম ধুম।।
৭
চোঁখের পাতা এক হলেই আজ, নাকের বাঁশি বাজে
সৌরভূমে দৌড় ঝাপ কথা কাজ, ব্যস্ত লোকের সাজে।।
২
দিনে রাতে অক্ষি যুগল
সৃষ্টি স্রষ্টার প্রণয় ফসল
অন্ত আন্ত পড়ছে ভূগোল
ঘুম চুমো দিয়ে নেত্র দখল।।
৩
জিলহজ্ব এর আজ ক্ষণিক চাঁদ
ডুবল যখন ঘোর অবসাদ
আনন্দ নন্দিত লোকালয়ে প্রবঞ্চিত পরছে বাদ
এক পৃথিবী আধিয়ারে নিদ্রাদেবী করছে আবাদ।।
৪
আলোয় কালোয় আন্দোলনে
বন্ধনা নিদ গায়
চাওয়া পাওয়ার হিসাব অনলে
ন্যসিকার হোক জয়।।
৫
চোঁখ বুজিল
ক্লান্তী পালাল
ন্যাসিকা গান গায়
জীবন খুজে জীবন পেল
প্রাণে প্রাণে কথা কয়।।
৬
কর্ম ক্লান্তী ঘামে
জীবন সেশন জ্যামে
আটকে থাকা ঘুম
ভাদরের আদরে ছুটছে ধাম ধুম।।
৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৯/২০১৬বেশ তো!
-
আব্দুল হক ০৯/০৯/২০১৬রিঘ্ত
-
কালপুরুষ ০৯/০৯/২০১৬সুন্দর
-
সোলাইমান ০৯/০৯/২০১৬খুব ভালো লাগিলো।