www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আত্ম ধ্বংস লীলা ১

নগ্নতার ঘৃন্য সম্মোহনে
অশুভ অত্মার বেড়ে উঠা সত্য মিথ্যার ঝলসানো ভূ-পৃষ্ঠে;
নেত্র খুজে দিগাম্বর ইউরিনিয়াম
যেমনটি নই তেমনটি কই
থরে থরে অসংখ্য বই
অন্তরে অন্তরে বিলায়েছি বর্ণের ঘাম।।
আত্ম দহন উত্‍সবে
আপনারে মাঝি
দগ্ধ করে অসম আবেগী গ্যাসে
আমার আমার বর্ণের ৫২এর সংসারে।।

জৈব উত্‍ প্রেষনে
ধর্ম কর্ম সাধনে
অজৈব রাসায়নিক ধুম্রজালে
হিতে বিপরাত
তবু কেন
সভ্য সভা নির্বিকার
রক্তের অসম বিকৃতি
স্বার্থ ছেড়ে হয়েছে কে নিঃস্বার্থ?

ব্যবহার ভারসাম্য জ্ঞান
আদুল নেত্র এবং বন্ধনহীন গ্রন্থী
ভুলে যায় জন্মান্তরের ইতিকথা
নষ্ট হয় কষ্ট সয়ে
অম্বরহীনা নীল অম্বরা।।

জীবন বাঁচাতে এবং সাজাতে
নগ্ন হয় পৃথিবী নির্দিধায়
অনবরত ধ্বংস করে সভ্যতার চাবি
ভারসাম্যহীন নব চাষী বর্ণহীন বর্ণচোরা।।

south pole
14.02.2010
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অঙ্কুর মজুমদার ০৭/০৮/২০১৬
    vlo.......
  • ভালো। কিছু মনে করবেন না, আপনি কি ইন্ডিয়ান?
    • সভ্যচাষী সপ্তম ০৬/০৮/২০১৬
      স্যার আমি বাঙালী। বাঙলা আমার মাতৃভাষা। নির্ভুল বাঙলায় বাঙলার আবেগময় চিত্র অঙ্কনে ব্যর্থ কেউ একজন আমি। স্বপ্ন আচরণিক ত্রুটি সংশোধন পূর্বক মাটিতে মিশে মাটির সেবা করা। প্রকৃতির শিখন শেখানো কার্যাবলীর অলস ছাত আমি। এই পৃথিবীর অস্থায়ী বাসিন্দা বলেই গোধূলীর অবসরে তারুণ্যে বাঁচি।

      স্যার এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না, ক্ষমা করবেন, তবে আমার বাক্য ও কর্ম দ্বারা সকল প্রাণী নিরাপদ।

      স্যার
      সুন্দরের শুভেচ্ছার্ঘ ও শুভ কামনা সকলের প্রতি।
      • ভুল বুঝবেন না ভাই। আমি শুধু এমনিতে জানতে চেয়েছি। যেমন, আমি বাংলাদেশী।
        ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
  • মোনালিসা ০৬/০৮/২০১৬
    ভাল
  • তুষার অপু ০৬/০৮/২০১৬
    দারুন।
  • স্বপ্নময় স্বপন ০৫/০৮/২০১৬
    অসাধারণ!
 
Quantcast