আত্ম ধ্বংস লীলা ১
নগ্নতার ঘৃন্য সম্মোহনে
অশুভ অত্মার বেড়ে উঠা সত্য মিথ্যার ঝলসানো ভূ-পৃষ্ঠে;
নেত্র খুজে দিগাম্বর ইউরিনিয়াম
যেমনটি নই তেমনটি কই
থরে থরে অসংখ্য বই
অন্তরে অন্তরে বিলায়েছি বর্ণের ঘাম।।
আত্ম দহন উত্সবে
আপনারে মাঝি
দগ্ধ করে অসম আবেগী গ্যাসে
আমার আমার বর্ণের ৫২এর সংসারে।।
জৈব উত্ প্রেষনে
ধর্ম কর্ম সাধনে
অজৈব রাসায়নিক ধুম্রজালে
হিতে বিপরাত
তবু কেন
সভ্য সভা নির্বিকার
রক্তের অসম বিকৃতি
স্বার্থ ছেড়ে হয়েছে কে নিঃস্বার্থ?
ব্যবহার ভারসাম্য জ্ঞান
আদুল নেত্র এবং বন্ধনহীন গ্রন্থী
ভুলে যায় জন্মান্তরের ইতিকথা
নষ্ট হয় কষ্ট সয়ে
অম্বরহীনা নীল অম্বরা।।
জীবন বাঁচাতে এবং সাজাতে
নগ্ন হয় পৃথিবী নির্দিধায়
অনবরত ধ্বংস করে সভ্যতার চাবি
ভারসাম্যহীন নব চাষী বর্ণহীন বর্ণচোরা।।
south pole
14.02.2010
অশুভ অত্মার বেড়ে উঠা সত্য মিথ্যার ঝলসানো ভূ-পৃষ্ঠে;
নেত্র খুজে দিগাম্বর ইউরিনিয়াম
যেমনটি নই তেমনটি কই
থরে থরে অসংখ্য বই
অন্তরে অন্তরে বিলায়েছি বর্ণের ঘাম।।
আত্ম দহন উত্সবে
আপনারে মাঝি
দগ্ধ করে অসম আবেগী গ্যাসে
আমার আমার বর্ণের ৫২এর সংসারে।।
জৈব উত্ প্রেষনে
ধর্ম কর্ম সাধনে
অজৈব রাসায়নিক ধুম্রজালে
হিতে বিপরাত
তবু কেন
সভ্য সভা নির্বিকার
রক্তের অসম বিকৃতি
স্বার্থ ছেড়ে হয়েছে কে নিঃস্বার্থ?
ব্যবহার ভারসাম্য জ্ঞান
আদুল নেত্র এবং বন্ধনহীন গ্রন্থী
ভুলে যায় জন্মান্তরের ইতিকথা
নষ্ট হয় কষ্ট সয়ে
অম্বরহীনা নীল অম্বরা।।
জীবন বাঁচাতে এবং সাজাতে
নগ্ন হয় পৃথিবী নির্দিধায়
অনবরত ধ্বংস করে সভ্যতার চাবি
ভারসাম্যহীন নব চাষী বর্ণহীন বর্ণচোরা।।
south pole
14.02.2010
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ০৭/০৮/২০১৬vlo.......
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৮/২০১৬ভালো। কিছু মনে করবেন না, আপনি কি ইন্ডিয়ান?
-
মোনালিসা ০৬/০৮/২০১৬ভাল
-
তুষার অপু ০৬/০৮/২০১৬দারুন।
-
স্বপ্নময় স্বপন ০৫/০৮/২০১৬অসাধারণ!