সত্য-ফেরত
ভাবছ মিছে, পার পাবে এই ভবের ঘাটে
যত গুড় তত মিষ্টি, যেমন তেমন হাটে।
হাত বাড়ালেই হাত বাড়াবে, সরলতায় সরল
হেসেই দেখ দুনিয়া হাসছে, গড়লতায় গড়ল।
ধার দেনার এই সৌরঘরে, দিলেই পাবে
যত্ন ছাড়া রত্ন, কে পেয়েছে কবে?
পুড়ে পুড়ে বেড়ে উঠ, ব্যক্ত অব্যক্ত মুগ্ধ ঘ্রাণ
কৃষক সেবিছে মাটি, দেখ সবুজ জুড়াল নয়ন।
দেখ চেখে কোর্ডঅব হাম্বারবি, প্রাণে প্রাণ নয়নে নয়ন
স্বর ব্যঞ্জণে সত্যের জয়, তিক্ত সত্য নম্রতায় ভর প্রাণ।
যত গুড় তত মিষ্টি, যেমন তেমন হাটে।
হাত বাড়ালেই হাত বাড়াবে, সরলতায় সরল
হেসেই দেখ দুনিয়া হাসছে, গড়লতায় গড়ল।
ধার দেনার এই সৌরঘরে, দিলেই পাবে
যত্ন ছাড়া রত্ন, কে পেয়েছে কবে?
পুড়ে পুড়ে বেড়ে উঠ, ব্যক্ত অব্যক্ত মুগ্ধ ঘ্রাণ
কৃষক সেবিছে মাটি, দেখ সবুজ জুড়াল নয়ন।
দেখ চেখে কোর্ডঅব হাম্বারবি, প্রাণে প্রাণ নয়নে নয়ন
স্বর ব্যঞ্জণে সত্যের জয়, তিক্ত সত্য নম্রতায় ভর প্রাণ।
©সপ্তম
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ০১/০৮/২০১৬সুন্দর
-
আশরাফুল ইসলাম শিমুল ২৮/০৭/২০১৬বেশ
-
অঙ্কুর মজুমদার ২৮/০৭/২০১৬nice1
-
সজীব ২৮/০৭/২০১৬অভ্যন্তরীন ছাপ
-
স্বপ্নময় স্বপন ২৮/০৭/২০১৬ভাষা হারিয়ে ফেলেছি... ক্ষম মোরে কবি... শুধু দাও... আরো দাও...