অন্তর্হিত
বাসনার নির্বাসনে ক্ষুধিত যৌবন
পাহারায় নির্ঘুম দায়ভার
ব্যক্তিক স্বার্থ বিসর্জনে সর্বাজনীন বিজয়
মুক্তো আনন্দ মঞ্চে বন্ধির বন্ধনা।।
ইচ্ছে দাসত্বের শৃঙ্খল ছিড়ে যেই দাড়িয়েছি ঘুড়ে
অন্তর্হিত দুয়ারে সহস্র রোবটিক দায়িত্ব কর্তব্য আমাকে ঘীড়ে
জন্ম মৃত্যুর মাঝামাঝি
চলছে খেল উষ্ণ কানামাছি।।
পাহারায় নির্ঘুম দায়ভার
ব্যক্তিক স্বার্থ বিসর্জনে সর্বাজনীন বিজয়
মুক্তো আনন্দ মঞ্চে বন্ধির বন্ধনা।।
ইচ্ছে দাসত্বের শৃঙ্খল ছিড়ে যেই দাড়িয়েছি ঘুড়ে
অন্তর্হিত দুয়ারে সহস্র রোবটিক দায়িত্ব কর্তব্য আমাকে ঘীড়ে
জন্ম মৃত্যুর মাঝামাঝি
চলছে খেল উষ্ণ কানামাছি।।
স্বরচিত জৈবিকায়নে
বিশৃঙ্খল মনে কিংবা বনে
হিংস্র বন্য সংস্রবে
উর্ধ স্রোতস্বিনীর ভাজে ভাজে
ডুব সাতারে আত্ম স্বত্ত্ব
খুজে ফেরা বিন্দুবিন্দু জলে।।
জল জীবন জলে জ্বলে
বহিছে প্লাবন
অতীন্দ্রিয় বৃষ্টির নব নব উৎসাহে
বিশৃঙ্খল মনে কিংবা বনে
হিংস্র বন্য সংস্রবে
উর্ধ স্রোতস্বিনীর ভাজে ভাজে
ডুব সাতারে আত্ম স্বত্ত্ব
খুজে ফেরা বিন্দুবিন্দু জলে।।
জল জীবন জলে জ্বলে
বহিছে প্লাবন
অতীন্দ্রিয় বৃষ্টির নব নব উৎসাহে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৭/২০১৬মন্তব্য করতে হলে আরেকবার পড়তে হবে।