চাঁদের মাঠে ১
যদি বল এই চান্নিপসরে
খোলা রেখ দখিন দ্বাড়,
আসব চুপি চুপি তোমার ঘরে
আধিয়ার তুমি আমি ব্যাপক অভিসার।।
হৃদয় বদল বেলায়
পলাতক সময়ের ভুল,
জীবন সাজাতে আলোয়
আবার শুধরে নেব নির্ভুল।।
যদি বল হবে সহচরী
মনোপেশীজ আন্দলনে সুদীর্ঘ পন্থ,
জোত্ন্সার জল ধুয়ে ধুলী
সাজিয়ে দেব লাল সবুজে এক জীবন গ্রন্থ।
খোলা রেখ দখিন দ্বাড়,
আসব চুপি চুপি তোমার ঘরে
আধিয়ার তুমি আমি ব্যাপক অভিসার।।
হৃদয় বদল বেলায়
পলাতক সময়ের ভুল,
জীবন সাজাতে আলোয়
আবার শুধরে নেব নির্ভুল।।
যদি বল হবে সহচরী
মনোপেশীজ আন্দলনে সুদীর্ঘ পন্থ,
জোত্ন্সার জল ধুয়ে ধুলী
সাজিয়ে দেব লাল সবুজে এক জীবন গ্রন্থ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ১৯/০৭/২০১৬বেশ ভালো!
-
সজীব ১৯/০৭/২০১৬ভাল লাগল পড়ে
-
অঙ্কুর মজুমদার ১৯/০৭/২০১৬vlo............
-
মোবারক হোসেন ১৯/০৭/২০১৬ভাল