পাতা
অসম্ভবের পাতায় পাতায় প্রণয় লেখা
জীবন থেকে জীবন গেলো, এখনও হয়নি জীবন দেখা
মেঘের ভাজে লিখেছিলেম অব্যাক্ত সব কথা
সময় এসে, সময় এখন দিচ্ছে বিষম ব্যাথা।।
ব্যাক্ত যত আরম্বর ভার্চুয়ালে সখা
মহাপ্রয়াণ আজ শ্রাবণ কান্নায় লিখা
বর্ষণ সুখ মুখরিত অমানিশা
অদ্ভূত সৌন্দর্য উপঢোকন, তাই জলে জ্বলে আত্ম পবিত্র রাখা
বৃষ্টির জল মুষুলধারে আছড়ে পড়ছে পাতায়
কান্নার রোল তর্জন গর্জন মানছে না তা ছাতায়
চন্দ্রস্নান পাতায় পাতায় পুত পবিত্র ঘ্রাণ
পূর্ণচাঁদে মেঘের জলে ভিজতে চায় যে প্রাণ
মহাপ্রয়াণ আজ শ্রাবণ কান্নায় লিখা
বর্ষণ সুখ মুখরিত অমানিশা
অদ্ভূত সৌন্দর্য উপঢোকন, তাই জলে জ্বলে আত্ম পবিত্র রাখা
বৃষ্টির জল মুষুলধারে আছড়ে পড়ছে পাতায়
কান্নার রোল তর্জন গর্জন মানছে না তা ছাতায়
চন্দ্রস্নান পাতায় পাতায় পুত পবিত্র ঘ্রাণ
পূর্ণচাঁদে মেঘের জলে ভিজতে চায় যে প্রাণ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ১৭/০৭/২০১৬beautiful!
-
এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য ১৭/০৭/২০১৬খুব সুন্দর হয়েছে কবি।
-
গোপেশ দে ১৫/০৭/২০১৬ভাল লাগল কবি
-
স্বপ্নময় স্বপন ১৫/০৭/২০১৬সুন্দর
-
অঙ্কুর মজুমদার ১৫/০৭/২০১৬vlo
-
মনীষ তালধী ১৫/০৭/২০১৬দারুন লেগেছে
-
সজীব ১৪/০৭/২০১৬১/আমি গড়ব কী গড়ব
২/আমি গড়ব কীভাবে গড়ব
৩/আমি গড়ব কার/কাদের জন্য গড়ব
So....................... -
সাইয়িদ রফিকুল হক ১৪/০৭/২০১৬পড়লাম। ভালো।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৪/০৭/২০১৬''অসম্ভবের পাতায় পাতায় প্রণয় লেখা''
দারুণ ...:::: অভিব্যক্তি
চমৎকার প্রয়াস
অসম্ভব ডিকশন
..:::::::::::::::ধন্যবাদ