মাটি
মাটি খাবে মাটি, যতই তুমি কর কান্নাকাটি
অহামিকার ভ্রান্ত সিংহাসনে, করছ বাহাদুরি
লোলুপ আনন্দ উল্লাসে, ঘুরছ দুনিয়য়া জুড়ি
গোধূলীর বৈরিতায়নে সবই হবে মাটি।।
অহামিকার ভ্রান্ত সিংহাসনে, করছ বাহাদুরি
লোলুপ আনন্দ উল্লাসে, ঘুরছ দুনিয়য়া জুড়ি
গোধূলীর বৈরিতায়নে সবই হবে মাটি।।
দু'দিনের প্রবাস জীবন
মৌন শাসনে মন
আকাশ কাঁদে বাতাস ধুয়ে
ভাবছ অকারন
মাটি হলেই মাটির তরে মাটি করবে স্মরণ।।
মৌন শাসনে মন
আকাশ কাঁদে বাতাস ধুয়ে
ভাবছ অকারন
মাটি হলেই মাটির তরে মাটি করবে স্মরণ।।
সত্য সাধন রূপ দর্শন
অরূপে স্বরূপ করলে স্মরণ
আত্ম স্বত্ত্ব করে সংরক্ষন
এপার ওপার দুপারেতে অনন্ত এক জীবন।।
অরূপে স্বরূপ করলে স্মরণ
আত্ম স্বত্ত্ব করে সংরক্ষন
এপার ওপার দুপারেতে অনন্ত এক জীবন।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গোপেশ দে ২২/০৭/২০১৬ভাল হয়েছে।জীবন বানানটা একটু দেখবেন।
-
স্বপ্নময় স্বপন ২১/০৭/২০১৬Truly Outstanding!
-
মাহাবুব ২১/০৭/২০১৬সুন্দর লেখা ভালো লাগলো কবি।
-
ফয়েজ উল্লাহ রবি ০৯/০৭/২০১৬>জীবন