শৃঙ্খল
কাম ক্রোধ আর লোভের ডোড়ে বাঁধলে যদি প্রাণ
পাবে কী? আর খুজে তুমি অমর এক জীবন!
কর্ম যজ্ঞের আতুড় ঘরে
নিঃশ্বাস নিও বুক ভরে
সংযোমী হও বর্ণে বাণে
প্রাপ্ত বস্তুর মূল্য দিয়ে গাও
তারুণ্যের জয় গান।।
বস্তুগত বৈশয়িক কারাগারে হয়তো নহি বন্ধী
দায়িত্য ও কর্তব্যের সনে করলে পরে সন্ধী
দ্বীচক্র এই ত্রিতল বাড়ি
ভাবলে যদি চড়বে গাড়ি
সত্যম শ্রীতম সুন্দরম করে সঙ্গী
জীবন পাবে জীবন হে ভাই
চল সমস্বরে তিক্তসত্যের গান গাই।
সহজ ওযে সহজ নয় রে, সময় কালে নে বুঝে
জীবন থেকে জীবন পালালে পাবি না আর খুজে
কী করবে কেন করবে জান চেতনার ঘরে আলো জ্বেলে
সত্য স্বত্ত্ব ধর দীলে
চল মূর্ত থেকে অমূর্তে.।।
বিশেষ থেকে সাধারণে যবে তুমি মিশবে
অমৃত্য জীবন স্বাদ তাতেই তোমার মিলবে।।
পাবে কী? আর খুজে তুমি অমর এক জীবন!
কর্ম যজ্ঞের আতুড় ঘরে
নিঃশ্বাস নিও বুক ভরে
সংযোমী হও বর্ণে বাণে
প্রাপ্ত বস্তুর মূল্য দিয়ে গাও
তারুণ্যের জয় গান।।
বস্তুগত বৈশয়িক কারাগারে হয়তো নহি বন্ধী
দায়িত্য ও কর্তব্যের সনে করলে পরে সন্ধী
দ্বীচক্র এই ত্রিতল বাড়ি
ভাবলে যদি চড়বে গাড়ি
সত্যম শ্রীতম সুন্দরম করে সঙ্গী
জীবন পাবে জীবন হে ভাই
চল সমস্বরে তিক্তসত্যের গান গাই।
সহজ ওযে সহজ নয় রে, সময় কালে নে বুঝে
জীবন থেকে জীবন পালালে পাবি না আর খুজে
কী করবে কেন করবে জান চেতনার ঘরে আলো জ্বেলে
সত্য স্বত্ত্ব ধর দীলে
চল মূর্ত থেকে অমূর্তে.।।
বিশেষ থেকে সাধারণে যবে তুমি মিশবে
অমৃত্য জীবন স্বাদ তাতেই তোমার মিলবে।।
[অদৃশ্য সুঁতোয় বাঁধা নাচের পুতুল সাবধান দেখ আগে কোথায় বাঁধা তোমার নৌকা]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ৩০/০৭/২০১৬বেশ ভালো!
-
প্রিয় ১১/০৭/২০১৬এটাও কবিতা!
-
সজীব ১০/০৭/২০১৬জয় গুরু