সর্বনাম
সর্বনামে আছে সে
সর্বনামে তুমি
দুইচাকার এ বাড়ির
তিন তলাতে আমি।।
তোমার স্পর্শ গন্ধ
বিশেষণের অতিশায়ন স্তব্ধ
বাতাসে বাতাসে আন্দোলিত
সেতো নিয়ত বায়ু সুগন্ধ।।
ব্যক্তিক সর্বনাম
বচনে এক বহু
বিশেষ্য ব্যক্তিক নাম
তুমি আমি হুবহু।।
রূপ রস গন্ধ
বিশেষণ অন্ধ
মুক্তির ছন্দে
মন যদি না বাঁন্ধো।।
নন্দিত নরকে
বন্ধনার ছন্দে
অদৃশ্য শৃঙ্খলে
আবদ্ধ প্রভাতে।
স্বাধীনতার সর্বজনীন ফসল
কাঁচা বাশের খাঁচায়
রক্তাক্ত প্রহরায়
মৌন দীনতায় চলাচল।।
সর্বনামে তুমি
দুইচাকার এ বাড়ির
তিন তলাতে আমি।।
তোমার স্পর্শ গন্ধ
বিশেষণের অতিশায়ন স্তব্ধ
বাতাসে বাতাসে আন্দোলিত
সেতো নিয়ত বায়ু সুগন্ধ।।
ব্যক্তিক সর্বনাম
বচনে এক বহু
বিশেষ্য ব্যক্তিক নাম
তুমি আমি হুবহু।।
রূপ রস গন্ধ
বিশেষণ অন্ধ
মুক্তির ছন্দে
মন যদি না বাঁন্ধো।।
নন্দিত নরকে
বন্ধনার ছন্দে
অদৃশ্য শৃঙ্খলে
আবদ্ধ প্রভাতে।
স্বাধীনতার সর্বজনীন ফসল
কাঁচা বাশের খাঁচায়
রক্তাক্ত প্রহরায়
মৌন দীনতায় চলাচল।।
যদিও সর্বনামে ঈদ শিরোনামে প্রকাশের কথাছিল
তাহার স্পর্শ
অর্থাৎ আজ প্রভাতে বৃক্ষের পত্রপল্লব আমার নেত্রে যে সুখের শিহরণ জাগিয়েছে তাতে
ভুলে গেছি সর্বনামে ঈদ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহাবুব ২১/০৭/২০১৬শুভেচ্ছা, বেশ ভাল লাগলো।
-
স্বপ্নময় স্বপন ২০/০৭/২০১৬বেশ ভালো!
-
ফয়েজ উল্লাহ রবি ৩০/০৬/২০১৬আরও একটু বড় করা যায় কি ?