আসরের কবিতা তারুণ্যে
যারা তারুণ্যে লেখেন তাদের অভিবাদন জানিয়ে একটা কথা বলি , বিশেষত কবিদের। আপনারা অনেকেই একই কবিতা কবিতার আসরে ও তারুণ্যে প্রকাশ করে থাকেন। নিজেরাই ভেবে দেখলে বুখতে পারবেন কাজটি ঠিক হচ্ছে না। তারুণ্য , স্বতন্ত্র একটি site . তার নিয়মকে সন্মান করুন। নতুন কবিতা লিখুন , পাঠক ধীরে ধীরে তৈরী হচ্ছে।
তারুণ্য তার নিজস্বতায় প্রতিষ্ঠিত , তাকে মর্যাদা দিন।
তাই আবার মনে করাই আসরে পোস্ট করা কবিতা তুলে নিয়ে , নতুন লেখা লিখুন এবং অন্যদের ও উত্সাহিত করুন।
সহযোগিতা চাই।
তারুণ্য তার নিজস্বতায় প্রতিষ্ঠিত , তাকে মর্যাদা দিন।
তাই আবার মনে করাই আসরে পোস্ট করা কবিতা তুলে নিয়ে , নতুন লেখা লিখুন এবং অন্যদের ও উত্সাহিত করুন।
সহযোগিতা চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ০৫/১২/২০১৫স্বতন্ত্র হলেতো আপত্তি থাকার কথা না, একই লেখা ভিন্ন তারিখে ভিন্ন পত্রিকায় ছাপা হতেই পারে।
-
মুরাদ হোসেন ১৭/১০/২০১৫ঠিক বলেছেন ভাই
-
এস এম সাব্বির ১৭/১০/২০১৫সুন্দর নির্দেশন...
-
বিকাশ দাস ১২/১০/২০১৫বেশ । তাই হবে।
-
নাবিক ০৭/১০/২০১৫এতে কোনও সমস্যা দেখছিনা
-
মাহফুজুর রহমান ০৭/১০/২০১৫দাদা ,
আপানার সাথে সহমত প্রকাশ করছি ।