www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্মৃতিকাতরতা

ফিরে দেখি সেই দিনগুলি,
রংচটা অতীতে তুলির রঙ্গীন আলপনা--
তোমার সাথে পরিচয়।
মধুময় সেই ক্ষণে, ভেবে যাই আনমনে-
তোমার সাথে বাক‍্য বিনিময়।
অপরিচিতা--মধুরিমা স্বরে ডেকেছিলে ভূলে?
হেয়ালীর হেলায়- রুদ্ধ দ্বার খুলে?
বিমোহিত প্রাণ সেই স্বর ছুয়ে,
করে নিলে তার আপনার করে।
আজ অবদি তাই,
হারা প্রাণ সেথায় অবাদে খেলা করে!!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast