স্মৃতিকাতরতা
ফিরে দেখি সেই দিনগুলি,
রংচটা অতীতে তুলির রঙ্গীন আলপনা--
তোমার সাথে পরিচয়।
মধুময় সেই ক্ষণে, ভেবে যাই আনমনে-
তোমার সাথে বাক্য বিনিময়।
অপরিচিতা--মধুরিমা স্বরে ডেকেছিলে ভূলে?
হেয়ালীর হেলায়- রুদ্ধ দ্বার খুলে?
বিমোহিত প্রাণ সেই স্বর ছুয়ে,
করে নিলে তার আপনার করে।
আজ অবদি তাই,
হারা প্রাণ সেথায় অবাদে খেলা করে!!!
রংচটা অতীতে তুলির রঙ্গীন আলপনা--
তোমার সাথে পরিচয়।
মধুময় সেই ক্ষণে, ভেবে যাই আনমনে-
তোমার সাথে বাক্য বিনিময়।
অপরিচিতা--মধুরিমা স্বরে ডেকেছিলে ভূলে?
হেয়ালীর হেলায়- রুদ্ধ দ্বার খুলে?
বিমোহিত প্রাণ সেই স্বর ছুয়ে,
করে নিলে তার আপনার করে।
আজ অবদি তাই,
হারা প্রাণ সেথায় অবাদে খেলা করে!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপক কুমার বেরা ১২/০৬/২০১৮ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/০৬/২০১৮অনেক সুন্দর
-
সাঁঝের তারা ১১/০৬/২০১৮অপূর্ব
-
তরুণ কান্তি ১১/০৬/২০১৮গভীর অর্থবহ ভাষায় লেখা পড়লাম। খুব সুন্দর চিন্তার ফসল ।
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৬/২০১৮ভালো।