একা
আমিতো আবেগহীন কবি-
আঁকবো না কারো ছবি,
এই হৃদয়পটে।
হয়েও কবি আঁকতাম ছবি-
ভালবাসায়, আর ছিল হবি,
যা আজ গিয়াছে টুটে।
"একা" থাকতেও একা-
চাই না তোমার দেখা,
দূর থেকেই দাও সেঁকা।
বিমুগ্ধ হবো না আর-
সৌন্দর্যে যার- তার!
বলবো না 'তুমি যে আমার'।
"একা" একাই থাক্-
ভালবাসা ঘুচে যাক,
হৃদয় হোক পুড়ে খাঁক্।
ভালবেসে হবো সুখী-
বলে কোন পোড়ামুখী,
কবিদের সেটা হয় কি?
ভালবাসার জলাঞ্জলি -
স্বপ্ন- বাসনা ফেলি,
দূরে কোথাও যাব চলি।
থাকব তখন একা-
আরে? তুমিও তো "একা"!
পারলে দিও সেঁকা!!!!!!
বিঃ দ্রঃ "একা" একজন রমনীর ডাক নাম।
আঁকবো না কারো ছবি,
এই হৃদয়পটে।
হয়েও কবি আঁকতাম ছবি-
ভালবাসায়, আর ছিল হবি,
যা আজ গিয়াছে টুটে।
"একা" থাকতেও একা-
চাই না তোমার দেখা,
দূর থেকেই দাও সেঁকা।
বিমুগ্ধ হবো না আর-
সৌন্দর্যে যার- তার!
বলবো না 'তুমি যে আমার'।
"একা" একাই থাক্-
ভালবাসা ঘুচে যাক,
হৃদয় হোক পুড়ে খাঁক্।
ভালবেসে হবো সুখী-
বলে কোন পোড়ামুখী,
কবিদের সেটা হয় কি?
ভালবাসার জলাঞ্জলি -
স্বপ্ন- বাসনা ফেলি,
দূরে কোথাও যাব চলি।
থাকব তখন একা-
আরে? তুমিও তো "একা"!
পারলে দিও সেঁকা!!!!!!
বিঃ দ্রঃ "একা" একজন রমনীর ডাক নাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ২৫/০৫/২০১৮Sundor
-
সাইদ খোকন নাজিরী ২৫/০৫/২০১৮এভাবেই আসেন আর জয় করুন।তবে একা একা নয় ‘’একা’’ আপুকে সাথে করে। ধন্যবাদ রইল এরকম ভাল লেখার জন্য।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৫/২০১৮বেশ হয়েছে।
-
তরুণ কান্তি ২৪/০৫/২০১৮সত্যি একা, ভীষণ একা।
-
জয় দেবনাথ ২৪/০৫/২০১৮দারুন