www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জেরা

- ওফ ! অসহ্য ! এর নাম জেরা ? দশঘন্টা ধরে চুপ করে বসিয়ে রাখাটা টর্চার নয় ?
- আর জাস্ট একটু অপেক্ষা ম্যাডাম।
- আরো অপেক্ষা ?
-  এই যে আমাদের বড়বাবু এসে গেছেন । এবারে ওনার সাথেই কথা বলুন ।
- আপনি যান সরকারবাবু, সরি মিসেস সেন ফর দ্য ডিলে, আপনাকে অনেক্ষণ বসতে হল। আমি কৌশিক গাঙ্গুলী, ফ্রম স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ।
- বলুন কী জানতে চান ?
- জল খাবেন ?
- না। আমাকে কেন আটকে রেখেছেন সেটা বলুন ।
- বলবেন তো আপনি, আর আমরা শুনব ।
- আমার যা বলার আগেই বলেছি । এখন আর নতুন কিছু বলার নেই।
-  আগেরদিন বলেছিলেন যখন আপনার স্বামী মি: সেনের কিচেনে চা বানাতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছিল, তখন আপনি গরিয়াহাটে শপিং-এ ব্যস্ত ছিলেন ।
- হ্যাঁ। আর কতবার বলব ? ওটা একটা অ্যাক্সিডেন্ট ।
- সেদিন হঠাৎ এত তাড়াতাড়ি শপিং করতে গিয়েছিলেন ? কোন বিশেষ কারণ ছিল ?
- আমার ব্যক্তিগত দরকার ছিল ।
- প্রতিদিনই যান ?
- প্রায় রোববারই যাই, গড়িয়াহাটে ।
- তা, কী কী কিনলেন ?
- আপনাকে বলতে বাধ্য নই ।
- জল খান । আপনার গলা শুকিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে ।
- ধন্যবাদ,  আমি ঠিক আছি ।  
- বাড়িতে কটা সিলিন্ডার ?
- দুটো।
- শেষ কবে এসেছে ?
- গত সপ্তাহে।  
- আগেরটা খালি ছিল ?
- অবশ্যই ।
- কদিন চলে ?
- দেড়মাস।
- নতুনটা চললো না কেন ?
- কিসব যা-তা বলছেন ? ওটা ফেটেই তো উনি মারা গেলেন ।
- আপনি সিওর ?
- হ্যাঁ । সবাই তো তাই বলছে ।
- বাড়িতে স্টোভ ছিল ?
- ছিল । শুধু জলগরম হত ।
- কেন ?  
- গ্যাস বাঁচানোর জন্য।
- বাড়িতে রান্নার লোক ছিল ?
- না, শুধু ঠিকে কাজের লোক ছিল, সকালবেলায় আসত।
- বলেন কি ! আপনাদের মত স্বচ্ছল বাড়িতে এখনকার দিনে রান্নার লোক নেই ?
- না, আমার শাশুড়ির আমল থেকেই কাজের লোকের রান্নাঘরে ধোকা বারণ। একটু অর্থোডক্স টাইপের মহিলা ছিলেন।
- সেই নিয়ম এখনো চলে আসছে ?
- হ্যাঁ, আমার স্বামীর জন্য। উনিও মায়েরই গুণ পেয়েছেন। বড্ড সেন্টিমেন্টাল।  
- তাহলে তো আপনার সারাদিন খুব খাটুনি যায় ?
- হ্যাঁ, তা যায় বৈকি !  
- তাহলে তো আপনার মিঃ সেনের উপরে বেশ রাগ ছিল।
- মানে ? কী বলতে চাইছেন ?  
- কিছু বলতে নয়, বুঝতে চাইছি । আচ্ছা চা এর জল গরম কি'সে করতেন ?
- দুটোতেই, যখন যেরকম ।
- হাজব্যান্ড স্টোভ জ্বালাতে পারতেন ?
- না, পাম্পস্টোভ ছিল।
- তাহলে চা বানাতেন কিসে ?
- উনি গ্যাসে। আমি স্টোভে।
- উনি রোজই বিকেলে চা খেতেন ?  
- হ্যাঁ । ওনার অভ্যাস ।
- বদভ্যাস !
- মানে ?
- মানে চা খেতে গিয়েই তো হত্যাটা হল ।
- হত্যা ?  না, ভুল ।  ওটা অ্যাক্সিডেন্ট !
- ফরেন্সিক কিন্তু অন্য কথা বলছে। আপনার স্বামী চা বানাতে পারতেন ?
- না, বললাম তো আগেই । আমিই বানিয়ে দিতাম ।
- এই বললেন যে উনি গ্যাসে বানাতে পারতেন ।
- ভুল বলেছি হয়ত ।
- তাহলে সেদিনকে হঠাৎ চা না বানিয়েই শপিং-এ গেলেন কেন ?
- ঝগড়া হয়েছিল।
- আগে ঝগড়া হয়নি ?  
- কোন স্বামী-স্ত্রীর ঝগড়া হয় না!
- তাহলে তখনও চা বানান নি ?
- না, বানিয়েছি । সেদিনকে অবশ্য রাগ কন্ট্রোল হয় নি ।
- কেন ?
- আমার আর আমার অফিস কলিগের সম্পর্ক নিয়ে নোংরা কথা বলেছিল ।
- পরকীয়া ?
- হ্যাঁ । ওনার সেরকমই অভিযোগ ছিল।
- কিন্তু অভিযোগ তো সত্যই ছিল ।
- বাজে কথা ।
- আমাদের কাছে প্রমাণ আছে ।
- তাতে কী ? আমি খুন করিনি ।
- কখন বললাম সেটা ? শুধু বলতে চাইছি আপনার খুন করার মোটিভ ছিল তাহলে ! মানছেন তো ?  
- মানছি! কিন্তু খুন করি নি ।
- বাড়িতে আপনারাই দুজন ?
- হ্যাঁ ।
- ছেলেমেয়ে ? ক'বছর হল বিয়ের ?
- না, হয়নি । দুবছরের বিয়ে আমাদের ।
- আপনার অথবা মিঃ সেন, কারোর কী কোন প্রবলেম ছিল ?
- বাজে কথা রেখে আমাকে ছেড়ে দিন প্লীজ। আর নিতে পারছি না এই যন্ত্রণা ।
- এই নিন জল খান। দেখুন, আমরা জানি ওনাকে হত্যা করা হয়েছে ।
- কেন ? পুলিশ কি এখন জ্যোতিষী হয়ে গেছে ?
- হা হা হা, মাঝে মাঝে হতে হয় বৈকি !
- তাহলে আমাকে ছেড়ে দিন !
- তাহলে আপনার প্রেমিককে ডাকি ?
- না...না, বিশ্বাস করুন ও কিছু করে নি !
- বেশ ! কে করেছে তাহলে ?
- জানি না ।
- তার মানে মানছেন এটা খুন হলেও হতে পারে !
- যা বাব্বা । তা আমি কখন বললাম ? ওটা তো আপনিই বললেন ।
- সাতদিন আগে নতুন সিলিন্ডার লাগালেও কেন ওইদিনকেই মিঃ সেন গ্যাস ডিলারকে ফোন করে গ্যাস বুকিং করলেন ?
- কী বলতে চাইছেন ?
- ওনার কি মৃত্যুর আগে জানার কথা যে নতুন সিলিন্ডার শেষ হয়ে যাবে?
- না, তা কী করে জানবেন ? দুপুর অবধি তো ঠিকঠাকই চলেছে সিলিন্ডার।
- ওহ ! তাহলে স্বীকার করছেন যে এটা মিঃ সেনের জানার কথাই নয় যে, যে সিলিন্ডার ফেটে তার মৃত্যু হওয়ার কথা।
- মানে, কিছু বুঝলাম না !  
- আপনি শুধু বলুন, বোঝার ভারটা আমাদের উপরে ছেড়ে দিন ।  
- কি বলব বলুন ?
- তাহলে তিনি কী করে সিলিন্ডার শেষ হয়ে গেছে সেটা জানতে পারলেন ?
- জানি না ।
- তাহলে বলুন দেখি, যে সিলিন্ডার দেড়মাস চলে, সাতদিন দুপুর অবধি ঠিক চলে, হঠাৎ করে বিকেলের মধ্যে গ্যাস শেষ হয়ে গেল কী করে ?
- লিক করেছে হয়ত ।
- দুঘন্টায় লিক হয়ে সব শেষ ?
- জানি না
- লিক করানো হয়েছিল কি মিসেস সেন ?  
- কে লিক করাবে ? আর যদি তাই হয়, তাহলেও বা মৃত্যু কিভাবে হল ?
- সেটা তো আপনি বলবেন মিসেস সেন । আমরা শুনব ।
- আমি জানি না । আমি তো জানতাম... মানে খবরে, পেপারে , সবাই তাই বলছিল। ওনার সিলিন্ডার ফেটে মৃত্যু হয় নি ?
- না, স্টোভ ফেটে হয়েছে ।  
- যা বাব্বা! স্টোভটা তো ভালোই ছিল ।
- তাহলে মানছেন গ্যাস সিলিন্ডারটা ঠিক ছিল না ?
- না মানে তা বলতে চাই নি! আপনি বুঝছেন না কেন?
- আপনি বোঝাতে পারছেন না যে!
- আমাকে ছেড়ে দিন ! আমি তো খুন করি নি !
- কে বলল? করতেও তো পারেন !  
- ওই যে বললেন গ্যাস মৃত্যুর কারণ নয় । আমাকে তো সেইজন্যই ধরে এনেছেন ।
- স্বীকার করে নিন ম্যাডাম... সিলিন্ডারের পাইপটা আপনিই খুলেছিলেন!  
- না ...মানে ....কী প্রমাণ আছে ? আচ্ছা জল খেতে পারি ?
- নিশ্চয়ই । এই নিন ।
- ড্রাইভিং জানেন ?
- জানি ।
- সেদিন গাড়ি নিয়ে যান নি শপিং এ ?
- না, তেল ছিল না ।
- সেকি ? কিচেনেই যে একটা পাঁচ লিটার জারে ডিজেল রাখা ছিল। সেটা ভরে নিলেই তো পারতেন ।
- জানি না ।
- স্ট্রেঞ্জ ! তাহলে আগেরদিন সন্ধ্যাবেলায় আপনাকে যে ওই জারটা করে ডিজেল আনতে দেখা গেছে  ?
- মিথ্যে কথা ।
- আমাদের কাছে প্রমাণ আছে ।
- কী প্রমাণ আছে শুনি ?
- আপনার প্রতিবেশী দেখেছে আপনাকে । পেট্রোল পাম্পে আপনার ক্রেডিট কার্ডের সোয়াইপ রিসিট আছে । সিসিটিভি ফুটেজ আছে । আরো কিছু ?
-  মিথ্যে কথা । আমি ডিজেল আনি নি ।
- তাহলে কি গঙ্গাজল এনেছিলেন ?
- বললাম তো আনিনি ।
- এনেছিলেন ম্যাডাম, এনেছিলেন । এখন মিথ্যে কথা বলছেন ।
- না, না, না আমি ডিজেল আনি নি ।
- মিথ্যে বলে লাভ হবে না । পাম্প বেশী করার জন্য স্টোভের গ্যাস কিচেনে ছড়িয়ে থাকা সিলিন্ডারে গ্যাসের সংস্পর্শে আসতেই স্টোভটা ফেটেছিল। তারপর ডিজেলের মাধ্যমে আগুন ছড়িয়ে মিঃ সেনের মৃত্যু হয়।  
- কতবার বলব আপনাকে যে আমি ডিজেল আনি নি ।
-  শাট আপ অ্যান্ড ডোন্ট টেল লাই ! ওটা আপনিই এনেছিলেন । তারপর বিকেলে জারটা কিচেনে রেখে ঢাকনা খুলে রেখে, সিলিন্ডারের পাইপ খুলে দিয়েছিলেন ।
- তখন থেকে বলছি ওটা ডিজেল নয়, ডিজেল নয় বিশ্বাস করছেন না কেন আপনি ?
- ফরেন্সিক বলছে ওটা ডিজেল ।
- রাখুন তো আপনাদের ফরেন্সিককে । ওরা কি ভগবান ?
- আমাদের কাছে তো বটেই !
- আমি বলছি তো ওটা ডিজেল নয় ।
- ডিজেল না তো কি ? ডিজেলই ছিল ।
- না, না, না, আপনাদের ফরেন্সিক কিচ্ছু জানে না ।  ওটা পেট্রোল ছিল ! ....গাড়ির জন্য এনেছিলাম ।
- স্ট্রেঞ্জ ! আপনি গাড়ির জন্য পেট্রোল এনেছিলেন ? তাহলে গাড়িতে ঢাললেন না কেন ?
- না মানে ...তখন খুঁজে পাচ্ছিলাম না ।
- কিচেনে রেখেছিলেন কেন ?
- আমি রাখিনি ।
- স্টপ লাইং ! আপনার কি মনে হয় আমরা মজা করার জন্য ডেকেছি আপনাকে ?
- না, না তা বলিনি !
- তাহলে স্বীকার করছেন আপনিই ডিজেল এনেছিলেন !
- আবার ডিজেল ? বললাম তো পেট্রোল এনেছিলাম গাড়ির জন্য।
-  কিন্তু যে গাড়ি ডিজেলে চলে সে গাড়ির জন্য পেট্রোল আনলেন কেন ?
- পেট্রোল ...মানে ...য়ামি ঠিক জানতাম না গাড়িতে কি তেল লাগে । আগে কখনো ভরিনি।
- এতদিন গাড়ি চালিয়ে আর এর আগে অন্তত দশবার একই পাম্প থেকে তেল ভরেও জানতে পারেন নি ? খুব কাঁচা হয়ে গেল না যুক্তিটা ?
- আমি তেল ভরাতাম না কখনো ।
- আপনার ক্রেডিট কার্ড স্টেটমেন্ট কিন্তু অন্য কথা বলছে ।
- কি বলছে ?
- বলছে আপনি ধরা পড়ে গেছেন মিসেস সেন । আর লুকিয়ে লাভ নেই । ফরেন্সিক ওটা পেট্রোলই বলেছিল ।  
- তার মানে আপনি ইচ্ছে করে কথা ঘুরিয়ে বলেছিলেন ?
- ওটাই আমাদের কাজ ম্যাডাম । ঢাকনাটা কোথায় ?
- কিসের ?
- পেট্রোলের জারের । বলুন ! বলুন ! আর মিথ্যে বলে লাভ নেই।
- ........................আমার পার্সে ।
- সিলিণ্ডারের পাইপ খুলেছিলেন কেন ?
- সিলিন্ডার বার্স্ট করাবার জন্য ।
- কিন্তু ওটা বার্স্ট করল না কারণ। সব গ্যাস বেরিয়ে গিয়েছিল যতক্ষণে মিঃ সেন চা বানাতে গিয়েছিলেন।
- হ্যাঁ । তাইতো শুনছি এখন।
- তাই উনি গ্যাসের বুকিং করলেন আগে।  পেট্রোলের জারটা কেন রাখলেন ?
- পুরো প্রক্রিয়া তরাণ্বিত করার জন্য ।
- কেন হত্যার প্ল্যানিং করলেন ? চুপ করে থাকবেন না, বলুন ! বলুন !  কেন এই প্ল্যানিং ?
- না...মানে আমাকে ডিভোর্স দিচ্ছিল না ।
- তাহলে স্বীকার করছেন আপনিই মিঃ সেনের খুনের চক্রান্ত করেছিলেন ?
- ইয়েস....ইয়েস  ...অফিসার আই অ্যাডমিট । আর না করার উপায় নেই ।
- তেল কিনতে ক্রেডিট কার্ড সোয়াইপ কেন করেছিলেন ? কাঁচা কাজ !
- বুঝিনি, ওটা ওনার নামেই ছিল ।
- কার্ডে নামটা আপনারই ছিল । যদিও ওটা অ্যাডিশনাল গিফ্ট কার্ড মিঃ সেনের অ্যাকাউন্টের ।
- বুঝলাম। আগে ভুল ভেবেছিলাম।  
- ওকে । এই নিন জল খান । রাত্রের ডিনার এবার এখানেই করতে হবে ম্যাডাম । সরকার বাবু, ভিডিও করাটা বন্ধ করুন ।
- ওকে স্যর । এই যে বন্ধ করছি ।
- এদিকে এসে এবার এনাকে নিয়ে যান । আর এভিডেন্সগুলো ফাইলের সাথে গুছিয়ে রাখুন । কালকে কোর্টে তুলতে হবে ।  আর এককাপ চা আর সিগারেটের প্যাকেটটা পাঠিয়ে দিন এই ঘরে । সারাদিন অনেক ধকল গেছে।
- ওকে স্যর ।


================================================================
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১২৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাহ বাহ । চালিয়ে যাও ভাই ।
  • গোপেশ দে ০৮/০৭/২০১৬
    ভাল লাগল
  • অঙ্কুর মজুমদার ০৪/০৭/২০১৬
    vlo
  • মোনালিসা ২৬/০৬/২০১৬
    ভালো
  • পরশ ২৫/০৬/২০১৬
    অতুলনীয়
  • তুমি চাইলে (এবং আমার সময় হলে) এই গল্পটা আমি এডিট করতে পারি। সামান্য কিছু টেকনিক্যাল রদবদল আর বানান ফিটিং, ব্যস্ দৌড়বে গল্পটা।
    • আসলে মোবাইলে টাইপ করে লেখার জন্য কিছু টাইপো হয়ে গেছে । সরি । এভাবে গাইড করলে খুব খুশী হব ।
      • তোমাকে তো দেখছি প্রাইজ দেওয়া উচিৎ!! মোবাইলে এতটা লিখেছ? তোমার হবেই। এতটা কষ্ট করতে পারো, হতেই হবে। ভালো কথা, আমি তোমার মেল আই ডি
        টা তুলে নিলাম। এডিট করে পাঠাবো, দেখো তোমার পছন্দ হয় কি না!
  • এত ব্রিলিয়াণ্ট একটা গল্প লিখেছ শান্তনু, বানান-টানান কে গুরুত্ব দাওনি। এটা আমার কাছে একটা অপরাধ বলে মনে হচ্ছে। মিসেস সেন-এর বদলে তোমাকেই কাঠগড়ায় তুলতে ইচ্ছে হচ্ছে। বানান-ফানান কোনও ইস্যু? সাল্টে দাও এক্ষুনি।
    আগে "কী" গুলো বসাও।
    কিঃ হ্যাঁ কিংবা না
    কীঃ ঘটনা/পরিমাণ/বিষয়
    এক্ষুনি ঠিক করো। অনেকে পড়বে এই গল্পটা। তোমার দায়িত্ব, বিরিয়ানিটা যেন পরিষ্কার প্লেটে সার্ভ করা হয়! ভালো থেকো।
  • পরশ ২৩/০৬/২০১৬
    সুন্দর
  • পরশ ২১/০৬/২০১৬
    অসাধারন
 
Quantcast