একটি কবিতা রাজনকে উপহার (অ্যাক্রস্টিক)
একদিন আবার ঝড় থেমে যাবে, বুঝলি রাজন!
কচিকাচার কলতানে মুখরিত হবে এই শহর।
টিয়া, দোয়েল, ময়না সম তাদের ওই ছোট্ট মন
করতালে করতালে নাকি ভাসাবে আবার ঐ নগর ।
বিরহ বেদনা ভুলে গিয়ে সব, আবার মানুষ জাতি রে,
তাল, ছন্দ, কবিতা ও গানের নেশায় বুঁদ হয়ে যাবে।
রাত-দিন কাটাবে সুখে আবার ওই গড্ডালিকা প্রবাহে,
জনহীন রাস্তায় হয়ত আবার অন্য কোনও রাজন জন্মাবে।
ন হন্যতে তোর অন্তরাত্মা, শিখিয়ে গেলি আজ গরীবের কদর।
কেউ কি বুঝবে তা ? নাকি আবার নতুন কোনও জীবনের মূল্যে,
উচ্চ জাতি যত, ছুঁড়ে ফেলে দেয় নিরন্ন মায়ের বুকের আদর।
পরজীবী আর কতদিন থাকবে রাজনরা, এই জগতে ভয়ে ভয়ে?
হারিস নি তুই, জীবন হেরেও তাই বাজি আজ গেছিস জিতে,
রক্ত ঝরিয়ে দুঃখে কাঁদালি শহর, সবাই আজ তাই ওদের বিপরীতে।।
কচিকাচার কলতানে মুখরিত হবে এই শহর।
টিয়া, দোয়েল, ময়না সম তাদের ওই ছোট্ট মন
করতালে করতালে নাকি ভাসাবে আবার ঐ নগর ।
বিরহ বেদনা ভুলে গিয়ে সব, আবার মানুষ জাতি রে,
তাল, ছন্দ, কবিতা ও গানের নেশায় বুঁদ হয়ে যাবে।
রাত-দিন কাটাবে সুখে আবার ওই গড্ডালিকা প্রবাহে,
জনহীন রাস্তায় হয়ত আবার অন্য কোনও রাজন জন্মাবে।
ন হন্যতে তোর অন্তরাত্মা, শিখিয়ে গেলি আজ গরীবের কদর।
কেউ কি বুঝবে তা ? নাকি আবার নতুন কোনও জীবনের মূল্যে,
উচ্চ জাতি যত, ছুঁড়ে ফেলে দেয় নিরন্ন মায়ের বুকের আদর।
পরজীবী আর কতদিন থাকবে রাজনরা, এই জগতে ভয়ে ভয়ে?
হারিস নি তুই, জীবন হেরেও তাই বাজি আজ গেছিস জিতে,
রক্ত ঝরিয়ে দুঃখে কাঁদালি শহর, সবাই আজ তাই ওদের বিপরীতে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ খাঁন ২৪/০৯/২০১৫
-
রিয়েল আবদুল্লাহ ২২/০৯/২০১৫অনেক সুন্দর লিখেছে দাদা
-
কিশোর কারুণিক ২১/০৭/২০১৫ভাল
-
বিমূর্ত পথিক ১৯/০৭/২০১৫এটা কি শুধুই রাজনের জন্য? নাকি রাজনের মত সকলের জন্য?
-
দ্বীপ সরকার ১৮/০৭/২০১৫ভালো।
-
বেনামী পত্তনদার ১৭/০৭/২০১৫আমি নির্বাক
-
শান্তনু ব্যানার্জ্জী ১৭/০৭/২০১৫আপনার উপদেশ পরবর্তী কালে কাজে লাগবে, চেষ্টা করব যাতে আপনার ভালো লাগে। তবে ওই মানসিক অবস্থায় হয়ত এর চেয়ে ভালো আর কিছু লিখে উঠতে পারি নি।
ধব্যাবাদ কবি, শুভেচ্ছা নেবেন। -
জহরলাল মজুমদার ১৭/০৭/২০১৫আর একটু ভাল হতে পারত
গেছিস জিতে