www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতায় কবিতা

কবিতা,
যা লিখতে চাই কলম আর খাতা
চাই অসীম জ্ঞানের আধার,
চাই জীবন শ্রোতের বহু ভারি ভারি কথা


এত সব দেখে শুনে
ভেকলু ভাবে.... থাক...!!
কবিতা লেখার কাজ
বাদ দেওয়া যাক .


জানে না সে ভাব
জানা নেই তার ছন্দ
তার লেখা কবিতা...
হবে অতিশয় মন্দ


এই সব ভাবনা নিয়ে
ভেকলু যখন চিন্তিত
হঠাৎ সামনে ঘটা দৃশ্য দেখে
সে হয়ে পড়ে বিস্মিত


এ কি..? এটা কি স্বপ্ন??
না কি সত্যি...?
না, স্বপ্ন নয়্...
এটা তার সামনে ঘটা চরম বিপত্তি


ধীরে ধীরে তার চোখের সামনে
জ্বলে উঠল দ্বিপ্তিমান এক আলো
প্রভাবে যার ভেকলু প্রায়,
সমস্ত কিছু ভুলেই গেল...


উভয় দিকেই রইল নিরবতা
কিছুক্ষন চারিদিক স্তব্ধ...
ভেকলু মনে ভাবে
হয়েছে সে, মস্ত জব্দ.

খানিক বাদে চাপা গলায়
সেই আলো উঠল বলে
‘‘কি চাই তোর্...?
কে আছে তোর দলে...?’’


অতিভয়ে ভেকলু বলে...
কিছুই না.. চাই শুধু মনে শান্তি
“কি হয়েছে তোর ?
বাড়িতে কি অশন্তি...?’’


না না ওসব কিছুই নয়
আমার একটাই সমস্যা .
‘‘কি সমস্যা বলেফেল
আমি করব তার চিকিত্স্যা’’


আমার অনেক দিনের স্বপ্ন
লিখব এক আস্ত কবিতা
কিন্তু কিছুতেই খুজে পাই না
উপযুক্ত লাইন আর কথা


“এ আর এমন কি?তার জন্য বই পড়”
পড়েছিতো, অনেক বই পড়েছি...
রবীন্দ্রনাথ, Shakespeare আর সুকান্ত,
কিন্তু কিছুতেই নিতে পারি না কোনো সিধ্যান্ত


“ওর বকা...,
যদি হতে চাস জগতে বিখ্যাত
তবে নিজের অন্তরে দেখ্...
সেখানেই লুকিয়ে আছে জগত্‍ সমস্ত”


এই বলে আলো গেল মিলিয়ে...
ভেকলু ভবল এটাকেই
দেখাবে সে
সফল ভাবে ফলিয়ে.



এই বলে আলো গেল মিলিয়ে...
ভেকলু ভবল এটাকেই
দেখাবে সে
সফল ভাবে ফলিয়ে.
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast