www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

না বলা কথা

শীতের সকালে হালকা কোয়াশায় চাদর দিয়ে গায়,
দুর্বা ঘাসের শিশির মাড়িয়ে যায় সে কোমল পায়।
অবাক চোখে একভাবে তাকিয়ে থাকি তার পানে,
মন হয়ে যায় এলোমেলো তখনও বুঝিনি এর মানে।
বুঝেছি তখনই বদনখানি তার হয়েছে প্রতিফলন,
আমি কল্পনায় কখন যেন তাকে সপে দিয়েছি মন।
আমার হৃদয় বারবার যখন তাকে খুজে বেড়ায়,
হঠাৎ তাকে দেখতে পেলাম কলেজের আঙ্গিনায়।
আমি হতভম্ব হয়ে ভেবেছি তখন, এটা কি স্বপ্ন?
তার দিকে তাকিয়ে জানিনা কখন হয়েছি মগ্ন।
সম্বিত ফিরল তার ডাকে জিজ্ঞেস করল আমায়,
বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ক্লাস কোথায় হয়?
দুরুদুরু বুকে কাপুনি গলায় বললাম আমি তাকে,
আমিও নতুন তোমারই মতন ভাবছি জিগাব কাকে?
তখন থেকে একই সাথে কাটিয়েছি দুটি বছর,
পারিনি বলতে মনের কথা সংশয় করেছে ভর।
বিদায়ের কালে ছলছল চোখে তাকিয়ে তার পানে,
বললাম বন্ধু যেয়ো না ভুলে থাক তুমি যেইখানে।
এক নাগারে তাকিয়ে থেকে টলমল করে আঁখি,
বলল, বন্ধু দেখা হবে যদি মোরা বেঁচে থাকি।
তারপর আমি আজ অবধি পাইনি তার দেখা,
শুনেছি সেদিন যাবার পথেই দুনিয়া ছেড়েছে একা।
মনের কথা মনেই রয়ে গেল বলা হলোনা আর,
পারিনা ভুলিতে তাকে আমি আজো মনে পড়ে যায় বারবার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast