এক বারই দেখেছি তাকে
তাকে দেখেছি আমি পদ্মা নদীর তীরে,
কলসি কাঁখে নিয়ে সে যাচ্ছে ধীরে ধীরে।
মেরুন রঙের উড়না গায়ে পড়নে লাল শাড়ি,
এক পলকে সে আমার হৃদয় নিয়েছে কাড়ি।
সেই থেকে আজও আমি পদ্মা নদীর ধারে,
পাগলের মতো ছুটে যাই, কেন যেন বারে বারে।
ঘুমের মাঝে স্বপ্নে দেখি, তার বদন খানি,
ঘোমটা দিয়ে বসে আছে আমার স্বপ্নের রাণী।
হৃদয় দিয়ে ভালবেসে স্বপ্নে দেখি তার মুখ,
কাছে যেতেই ঘুম ভেঙ্গে হাহাকার করে বুক।
জানি না কবে আসবে তুমি মুখে নিয়ে হাসি,
হৃদয় খুলে বলবে তখন তোমায় ভালবাসি।
কলসি কাঁখে নিয়ে সে যাচ্ছে ধীরে ধীরে।
মেরুন রঙের উড়না গায়ে পড়নে লাল শাড়ি,
এক পলকে সে আমার হৃদয় নিয়েছে কাড়ি।
সেই থেকে আজও আমি পদ্মা নদীর ধারে,
পাগলের মতো ছুটে যাই, কেন যেন বারে বারে।
ঘুমের মাঝে স্বপ্নে দেখি, তার বদন খানি,
ঘোমটা দিয়ে বসে আছে আমার স্বপ্নের রাণী।
হৃদয় দিয়ে ভালবেসে স্বপ্নে দেখি তার মুখ,
কাছে যেতেই ঘুম ভেঙ্গে হাহাকার করে বুক।
জানি না কবে আসবে তুমি মুখে নিয়ে হাসি,
হৃদয় খুলে বলবে তখন তোমায় ভালবাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২৯/০৬/২০২১সুন্দর প্রেম
-
আলমগীর সরকার লিটন ২৯/০৬/২০২১বেশ প্রেমময়
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৬/২০২১গ্রমীণ সমাজের চিত্র।
-
কে. পাল ২৮/০৬/২০২১Valo lekha
-
মাহতাব বাঙ্গালী ২৮/০৬/২০২১সুন্দর প্রেমানুভূতির কবিতা