www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমিও করোনা রোগী

অদৃশ্য এক অনুজীব এলো দুনিয়ায়,
মৃত্যুর ভয়ে সবাই তারে দুরে সরায়।
যাকে ধরেছে এই ভয়ংকর ভাইরাস,
ঘৃণায় সবাই তখন তাকে করেছে পাশ।
অসহায় জীবন তখন সে করেছে পার,
মরণপণ যুদ্ধ করে, কেটেছে সময় তার।
কেউ হেরেছে, ছেড়ে গেছে স্বপ্নের পৃথিবী,
কেউবা শেষে জিতে, গড়েছে নতুন ছবি।
কেউ ভেবেছে, সে বীর করোনায় ধরবে না,
ইচ্ছেমতো চলবে, নিয়মকানুন মানবেনা।
ঘুরে বেড়াতে তাদের নেই কোন জুড়ি,
সুযোগ পেয়ে করোনা তাদের ধরেছে মুড়ি।
সমাজের মাঝে থাকতে গিয়ে আমি ও ভুক্তভোগী,
তাদের অবহেলা করে, আজ আমিই করোনা রোগী।
পরিণাম কেউ কিছু জানিনা, কখন যে কি হয়,
সাবধানতায় হারবে করোনা, তাই নেই কোন ভয়।!
আল্লাহর কাছে দয়া চাইব, চাইব হেফাজত,
হে আল্লাহ! তুমি রক্ষা করিও, করিও রহমত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • করোনা ভালো হয়।
    • সানাউল্লাহ ১৪/০৬/২০২১
      ধন্যবাদ কবি আমার কবিতা পাঠ করে সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকুন ও সুস্থ থাকুন। শুভকামনা রইল কবি।
  • সাঞ্জু ১৩/০৬/২০২১
    খুব সুতীক্ষ্ম ভাব প্রকাশ
    • সানাউল্লাহ ১৪/০৬/২০২১
      ধন্যবাদ কবি আপনাকে আমার কবিতা খানি পাঠ করে চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকুন ও সুস্থ থাকুন। শুভকামনা রইল কবি।
  • সুন্দর
 
Quantcast