www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজও আমি বেকার

আমার বয়স পঞ্চাশের উপর,
আজও আমি বেকার।

এক সম্ভ্রান্ত ধনী পরিবারে আমার জন্ম,
বন্ধুদের নিয়ে ফুর্তি করাই ছিল আমার কর্ম।
ছোটবেলা থেকেই সবাই আমায় করতো সোহাগ,
কেউ কখনো আমার প্রতি করেনি রাগ,
কারণ, আমি ছিলাম পরিবারের সবচেয়ে ছোট ছেলে।
আমি অপরাধ করলে সবাই তা নিত হাসি ঠাট্টার ছলে।
লেখা পড়া আমি করতাম নিজের ইচ্ছেমতো।
বই নিয়ে বসতাম, সবাই ভাবতো, ছেলেটা পড়ছে রীতিমতো।
আসলে সবই ছিল ফাঁকি, পড়তাম গল্পের বই।
মাঝে মাঝে বন্ধুদের নিয়ে নেশার আড্ডায় পড়ে রই।
এভাবেই কেটে যায় আমার স্কুল জীবন।
এসএসসি পাস করতেই চলে যায় পাঁচটি সেসন।
এভাবে ধুকেধুকে করলাম এমএ পাশ,
তারপর চাকরির জন্য আমি ঘুরেছি বারমাস।
আগে ভাবতাম বাপের টাকায় করিব ব্যবসা,
বাবার ইন্তেকালে চোখেমুখে দেখছি ঝাপসা।
নদীতে চলে গেল আমাদের সব জমি,
জীবন বাঁচাতে, বেচতে লাগলাম যা ছিল সব দামি।
একটা চাকরির জন্য ঘুরে, বারটা বাজাই জানের।
যদিও চাকরি পেতাম, তা ছিলো খুবই নিম্নমানের।
অনেক কিছু ভেবে চলে আসি চাকরি ফেলে।
কারণ একটাই, আমি ধনী পরিবারের ছেলে।
আমার বন্ধুরা আজ প্রতিষ্ঠিত ছোট চাকরি ধরে,
আমি করতে পারিনি, ছোট বলে অবহেলা করে।
মানসম্মানের কথা ভেবে, ছোট কাজের সাথে মানিনি হার।
পৌছেছি জীবন শেষ বেলায় তাই আজও আমি বেকার।
সবার প্রতি আমার উপদেশ জীবনে শেষবেলায়,
ছোট কাজকে অসম্মান করে জীবন করনা ক্ষয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুন হয়েছে
  • মাহতাব বাঙ্গালী ১০/০৬/২০২১
    কাজ তো কাজ। যার ধর্ম হয়না, বর্ণ হয়না, জাত হয়না, লিঙ্গভেদও হয়না। ছোট কিংবা বড়, প্রত্যেক কাজই মানুষকে বাঁচিয়ে রাখে সুস্থভাবে। কারণ, অলস মস্তিস্ক প্রায়শই মানসিক রোগে কাতরায়। ধন্যবাদ, জীবনবোধের উপর আপনার সুন্দর কাব্যিক উপস্থাপনার জন্য।
  • সুন্দর জীবনবোধ
  • আখলাক হুসাইন ০৯/০৬/২০২১
    সুন্দর
 
Quantcast