বিদেশ ফেরত কোয়ারেন্টাইন
বিদেশ থেকে ফিরে যখন
থাকি কোয়ারেন্টাইন,
বলে সবাই, কেমন আছ?
বলি আই এম ফাইন।
আসলে কি ভাল আছি?
কি আর বলিব ভাই,
মনের দুঃখ মনেই থাকে,
কিছুই করার নাই।
ছোট্ট ছেলে দৌড়ে এসে
কোলে উঠতে চায়,
বলি, বাবা দূরে থাক,
এখানে করোনার ভয়।
মনের কষ্টে উল্টো ঘোরে,
বুক ফেটে যায় দুখে,
ফের যখন তাকায় ফিরে,
দেখি, তার কান্না চোখে মুখে।
কোয়ারেন্টাইন শেষে যখন
বাসায় ফিরে যাই।
দেখে আমায় ছেলের তখন
খুশির সীমা নাই।
থাকি কোয়ারেন্টাইন,
বলে সবাই, কেমন আছ?
বলি আই এম ফাইন।
আসলে কি ভাল আছি?
কি আর বলিব ভাই,
মনের দুঃখ মনেই থাকে,
কিছুই করার নাই।
ছোট্ট ছেলে দৌড়ে এসে
কোলে উঠতে চায়,
বলি, বাবা দূরে থাক,
এখানে করোনার ভয়।
মনের কষ্টে উল্টো ঘোরে,
বুক ফেটে যায় দুখে,
ফের যখন তাকায় ফিরে,
দেখি, তার কান্না চোখে মুখে।
কোয়ারেন্টাইন শেষে যখন
বাসায় ফিরে যাই।
দেখে আমায় ছেলের তখন
খুশির সীমা নাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।