এ শরীর আমার নয়
তুমি যে শরীরের সাথে শুচ্ছো, তা আমার নয়।
তুমি আমার শরীর বদলাতে চেয়েছিলে।
মন নয়।
শরীর বদলেছে ! মনও !
আগেও তো শুয়েছো।
শরীর বদলেছে ; মনও !
তাহলে তোমায় 'ধর্ষক ' বলতে পারি !
তুমি আমার শরীর বদলাতে চেয়েছিলে।
মন নয়।
শরীর বদলেছে ! মনও !
আগেও তো শুয়েছো।
শরীর বদলেছে ; মনও !
তাহলে তোমায় 'ধর্ষক ' বলতে পারি !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পলাশ ১১/০২/২০১৬সত্যি খুব ভালো লাগলো
-
সুহেল ইবনে ইসহাক ১১/১০/২০১৫Thanks, baloi laglo.
-
ফয়সাল শাহ ১৮/০৯/২০১৫Darun
-
রুহুল আমীন রৌদ্র. ১৭/০৯/২০১৫দারুন...
-
মোবারক হোসেন ১৭/০৯/২০১৫ভাল
-
দেবর্ষি সিংহ ১৬/০৯/২০১৫তোর লেখায় নিজেকে বড্ড বেশি খুঁজে পাই..মনে হয় এসব তো আমার বলা কথা!শব্দ গুলো বড্ড পরিচিত লাগে...কবিতা আর পাঠক এক হলে ই তো কবি র সার্থকতা.
-
শাহাদাত হোসেন রাতুল ১৬/০৯/২০১৫ভাল লাগলো !!