যখন-তখন
যখন ভাবি বৃষ্টি হবে,
তখন ওঠে রোদ ।
যখন ভাবি রাস্তা ফাঁকা,
তখন অবরোধ ।
যখন ভাবি মিষ্টি খাবো,
তখনই খাই পান ।
যখনই ভাবি কবিতা লিখব,
তখন শুনি গান ।।।
তখন ওঠে রোদ ।
যখন ভাবি রাস্তা ফাঁকা,
তখন অবরোধ ।
যখন ভাবি মিষ্টি খাবো,
তখনই খাই পান ।
যখনই ভাবি কবিতা লিখব,
তখন শুনি গান ।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ১৩/১২/২০১৭গান শোনা ভাল
-
সাঁঝের তারা ১০/১২/২০১৭কবিতা লেখার থেকে গান শোনা অনেক ভাল মনে হয়। সুন্দর...
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১০/১২/২০১৭সুন্দর লেখা ।।। অভিনন্দন
-
মনোবর ০৯/১২/২০১৭প্রথম চার লাইনে যে বৈপরীত্য ছিল পরের চার লাইনে তা নেই। তবে বাস্তবে এমনই হয়ে থাকে বটে।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/১২/২০১৭বেশ তো!
-
সন্দীপন পাল ০৯/১২/২০১৭বেশ
-
আহমাদ মাগফুর ০৯/১২/২০১৭ভালো লিখেছেন। একটা করতে চাইলে অন্য অন্য একটা বাঁধা হয়ে দাঁড়ায়। এটা মানবজীবনেরর একটি বড় বাস্তবতা। কিন্তু শেষের পংক্তির বাঁধাটা সেই অর্থে বাঁধা নয়।