বান্ধবী
তোমার নয়নকে একবার বলো
চমতকৃত হতে হে বান্ধবী
আমার ভিতরে কবিতার শব, উপরে চন্দ্রগ্রহণ
বাইশে শাওন আমার বোঝা হলো না আজো
কারো কাছে নেই কোনো অম্লান ঋণ
হাওয়ার বীণে যে জাতকের সুর
আমি তো কখনও রচনা করিনি তার ভ্রূণ
তোমার নয়নকে উদ্গার করতে বোলো বান্ধবী
এ যাবত দেখা যত দৃশ্য
আমার যোনি জুড়ে প্রত্যাশালীন তোমার যত চুম্বন
সকলই আজ সাবেক অস্পৃশ্য ।।
চমতকৃত হতে হে বান্ধবী
আমার ভিতরে কবিতার শব, উপরে চন্দ্রগ্রহণ
বাইশে শাওন আমার বোঝা হলো না আজো
কারো কাছে নেই কোনো অম্লান ঋণ
হাওয়ার বীণে যে জাতকের সুর
আমি তো কখনও রচনা করিনি তার ভ্রূণ
তোমার নয়নকে উদ্গার করতে বোলো বান্ধবী
এ যাবত দেখা যত দৃশ্য
আমার যোনি জুড়ে প্রত্যাশালীন তোমার যত চুম্বন
সকলই আজ সাবেক অস্পৃশ্য ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনোবর ০৮/১২/২০১৭!!!
-
কাজী জুবেরী মোস্তাক ০৮/১২/২০১৭সত্যিই আমি অভিভূত
-
সাইয়িদ রফিকুল হক ০৮/১২/২০১৭বেশ!