হিসেবটা মিলছে না
তোমার সাথে ঠিক কতটুকু সময় কাটিয়েছি,
কতটুকুই বা আলাপ করতে পেরেছি,
শেষমেষ কতটুকু আঁকড়ে রেখেছি,
তার হিসেবটা আজ মিলছে না।
জীবনের যত সূত্র আছে,
সব প্রয়োগ করা হয়ে গেছে।
তবু তোমার আমার ঠিক কতটুকু প্রেম,
তার হিসেবটা আজ মিলছে না।
কতটুকুই বা আলাপ করতে পেরেছি,
শেষমেষ কতটুকু আঁকড়ে রেখেছি,
তার হিসেবটা আজ মিলছে না।
জীবনের যত সূত্র আছে,
সব প্রয়োগ করা হয়ে গেছে।
তবু তোমার আমার ঠিক কতটুকু প্রেম,
তার হিসেবটা আজ মিলছে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর মুহাম্মাদ আলী ০৭/১২/২০১৭বেশ!
-
কে. পাল ০৭/১২/২০১৭Bess lekha
Caliye jan -
কামরুজ্জামান সাদ ০৭/১২/২০১৭অনেক কিছুই মেলে না
-
সাঁঝের তারা ০৬/১২/২০১৭আরো একটা সূত্র আবিস্কার করতে হবে কবি ...খুব ভাল ...
-
আলম সারওয়ার ০৬/১২/২০১৭হিসাবে গড়
মিলে
মনে মনে অমিল -
সুজয় সরকার ০৬/১২/২০১৭প্রেমের হিসেব করে কি লাভ