www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মোহ

নিবারিত মোহের দিনগুলি কেটে গেছে এবেলায়,
কালবেলায় ফিরে এসে ঘরে অন্ধকার ।
এমনও তো দিন এসেছিল
উঠন জুড়ে
মুঠো মুঠো স্বপ্নরা হেসে খেলে রাঙাত জীবন,
এমনও দিন এসেছিল তালের পরে তাল রেখে,
তালে-লয়ে কণ্ঠে বাজত গান ।
এভাবেই চলতে চলতে
চৌকাঠে দাঁড়িয়েছে মধ্যযৌবন,
বাস্তব এসে ডাকে অহর্নিশি ;
অবারিত অসীম চেয়ে চেয়ে
দুয়ারে কালবেলা
কেটে গেল মোহভঙ্গের দিন ।
===============
২৪ জানুয়ারি ২০১৪ খ্রিঃ
কৃষ্ণকুঞ্জ, রংপুর ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast