www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনন্ত যাত্রা

এবার ফেরার দিন
পথ আগলিয়ে দাঁড়াবো না কিংবা
হাতেও থাকবে না আর একগোঁছা ফুল,
কারণ বিষণ্ণ দিনের গান শুনে শুনে--
পাতা ঝরার দিন এসে গেছে;
শাঁখায় শাঁখায় নতুন মঞ্জুরীর দোল ।
দোলে দোলে বেহুলা বাতাস
উত্‍চ্ছন্নে যাওয়া মনে
পটচিত্রে এঁকে দিয়েছিল
বির্বণ ধূলির ছাপ,
তারপর
কত যে বসন্ত কেটে গেছে
শূন্যতায় ।
যদিও ফেরার দিন এসে গেছে
আর পথ আগলিয়ে দাঁড়াবো না,
শুধু ছাদের কার্নিশে বসে বসে সূর্য ছুঁযে নেব
আর দেখবো তোমার ফিরে যাওয়ার অনন্ত যাত্রা ।

--=¤=--
১৮ জানুয়ারি ২০১৪ খ্রিঃ
কৃষ্ণকুঞ্জ, রংপুর ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast