www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেম

হায়রে প্রেম !

কত রকমের প্রেম
বুঝি আজ জেগেছে
এই দেশে ?
মানবপ্রেমে অন্ধপ্রেমে উতলা দেশপ্রেমে।

সব প্রেমেরি ফুল তুলেছি
ডালি ডালি,
নেবে?
কষ্ট হলেও সত্য কথা
আমায় বলতে হবে।
প্রেমে ভাঙন প্রেমে গড়ন,
প্রেমে আগুন প্রেমে মরণ ।

হায়রে প্রেম !
প্রেম বুঝি না
বুঝি পেটের দায়,
পেটের প্রেমে বুঁদ হয়ে আজ
আগুন পিছে ধায়।
--=¤=--
১১নভেম্বর২০১৩ খ্রিঃ
কৃষ্ণকুঞ্জ, রংপুর ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast