হেমন্তে তার সাথে
হেমন্তে তার সাথে...
-হরি শংকর রায়
ভোরের সূর্যটা হেসে কুটি কুটি হয়
রাত্রির দুঃখগুলো...
ওম পেতে দেয়
শীতের চাদরে।
কালরাত্রি এপাশ-ওপাশ
ঘনশ্বাসে , দীর্ঘশ্বাসে... !
আলতো আলতো ছোঁয়ায়
যৌবন কেঁদে কেঁদে
আলস্যে ঘুমায় ।
এলো আলো... !
লজ্জা ভুলে হাসে ।
আসে না সে ?
বলে না কথা কানে কানে !
দেখা হয় না আর
তার সাথে , তার সাথে... !
হেমন্তে... ...!
--=¤=--
২৭-১০-১৩ইং
কৃষ্ণকুঞ্জ , রংপুর ।
-হরি শংকর রায়
ভোরের সূর্যটা হেসে কুটি কুটি হয়
রাত্রির দুঃখগুলো...
ওম পেতে দেয়
শীতের চাদরে।
কালরাত্রি এপাশ-ওপাশ
ঘনশ্বাসে , দীর্ঘশ্বাসে... !
আলতো আলতো ছোঁয়ায়
যৌবন কেঁদে কেঁদে
আলস্যে ঘুমায় ।
এলো আলো... !
লজ্জা ভুলে হাসে ।
আসে না সে ?
বলে না কথা কানে কানে !
দেখা হয় না আর
তার সাথে , তার সাথে... !
হেমন্তে... ...!
--=¤=--
২৭-১০-১৩ইং
কৃষ্ণকুঞ্জ , রংপুর ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ২৮/১০/২০১৩Bha . Bhalo laglo besh
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৭/১০/২০১৩চমৎকার উপভোগ করলাম কবিতা।