নদী ও দুঃখ
নদী ও দুঃখ
-হরি শংকর রায়
গুণ টেনে টেনে
আটকে গেল ,
নদী... !
সে কী কথা ?
মাস্ত্তল বুঝি ভুলেছে নিশানা ।
হায়রে তিস্তা !
হাঁটুজলে গুণ পড়েছে ঢাকা ,
যৌবনে থাকে না
নোঙরে বাঁধা নৌকা ।
হায় নদী ! হায়রে তিস্তা !
জাগে বালুচর খাঁখাঁ।
--=¤=--
২৫-১০-১৩ইং
কৃষ্ণকুঞ্জ , রংপুর।
-হরি শংকর রায়
গুণ টেনে টেনে
আটকে গেল ,
নদী... !
সে কী কথা ?
মাস্ত্তল বুঝি ভুলেছে নিশানা ।
হায়রে তিস্তা !
হাঁটুজলে গুণ পড়েছে ঢাকা ,
যৌবনে থাকে না
নোঙরে বাঁধা নৌকা ।
হায় নদী ! হায়রে তিস্তা !
জাগে বালুচর খাঁখাঁ।
--=¤=--
২৫-১০-১৩ইং
কৃষ্ণকুঞ্জ , রংপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হরিশঙ্কর রায় ২৭/১০/২০১৩আপনাদের সবাইকে হেমন্তের অজস্র ভালোবাসা রইল। ভালো থাকবেন সব্বাই। ধন্যবাদ।
-
আরজু নাসরিন পনি ২৭/১০/২০১৩পড়তে যেয়ে নিজের ভেতরও হাহাকার টের পেলাম যেন ।
খুব সুন্দর ! -
জহির রহমান ২৬/১০/২০১৩এক কথায় চমৎকার। শুভেচ্ছা কবি'দা
-
দীপঙ্কর বেরা ২৬/১০/২০১৩Bhalo lekha . Onyo bhabna
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৬/১০/২০১৩সত্যিই বলেছেন কবি।হৃদয় ছুঁইয়ে গেল আপনার গভীরতার পূর্ণ কবিতা য়।
-
কবীর হুমায়ূন ২৬/১০/২০১৩নদী ও দুঃখ
ঝরে পড়ে অবিশ্রান্ত।
কবিতা ভালো লাগলো।