ঢেউ খেলে যায়
ঢেউ খেলে যায়
-হরি শংকর রায়
জলের উপর ঢেউ খেলে যায় ,
মাছরাঙ্গা কি ছন্দ বোঝে ?
কলমি লতার শাখায় বসে,
চাতক জলের নেশায় থাকে।
আয় দেখে যা...!
চাঁদের বুড়ি গোলাপ ঠোটে
শিস দিয়ে যায় অসময়ে ,
ঘোর কেটেছে জল খেয়েছে ,
গরু-ছাগল এক ঘাটেতে।
--=¤=--
২৩-১০-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
-হরি শংকর রায়
জলের উপর ঢেউ খেলে যায় ,
মাছরাঙ্গা কি ছন্দ বোঝে ?
কলমি লতার শাখায় বসে,
চাতক জলের নেশায় থাকে।
আয় দেখে যা...!
চাঁদের বুড়ি গোলাপ ঠোটে
শিস দিয়ে যায় অসময়ে ,
ঘোর কেটেছে জল খেয়েছে ,
গরু-ছাগল এক ঘাটেতে।
--=¤=--
২৩-১০-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হরিশঙ্কর রায় ২৫/১০/২০১৩আপনাদের সকলকে আমার হেমন্তের শুভেচ্ছা ।
-
আরজু নাসরিন পনি ২৫/১০/২০১৩নাহ, মাছরাঙা মোটেও ছন্দ বোঝে না...তবে তাকে/তাদের নিয়েই কবির ছন্দোবদ্ধ কবিতা পড়তে দারুণ লাগলো ।
-
দীপঙ্কর বেরা ২৪/১০/২০১৩ছন্দ ছন্দে ভাল লাগল ।
-
হরিশঙ্কর রায় ২৪/১০/২০১৩ধন্যবাদ আপনাদের
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/১০/২০১৩দারুণ ছন্দের সুন্দর কবিতা।খুবই ভালোো লাগলো।
-
আরজু নাসরিন পনি ২৪/১০/২০১৩দারুণ মিষ্টি ছন্দ পেলাম কবিতায় ।
বারবার পড়তে ইচ্ছে করছে ।
শুভেচ্ছা কবির জন্যে ।।