অসহিষ্ণু সময়
অসহিষ্ণু সময়
-হরি শংকর রায়
মন-পোড়া-মন পোড়াই !
ভস্মটুকু উড়িয়ে দিয়ে খুঁজে নিই,
গন্ধ শুঁকে শুঁকে চিনে নিই
আসল-নকল,
অথবা ধোঁয়ায় লীন হই।
পুনর্বাসন করি মন
জীবনের অসীমতায়,
অসহিষ্ণু সময়ের খেলায়।
--=¤=--
২১-১০-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
-হরি শংকর রায়
মন-পোড়া-মন পোড়াই !
ভস্মটুকু উড়িয়ে দিয়ে খুঁজে নিই,
গন্ধ শুঁকে শুঁকে চিনে নিই
আসল-নকল,
অথবা ধোঁয়ায় লীন হই।
পুনর্বাসন করি মন
জীবনের অসীমতায়,
অসহিষ্ণু সময়ের খেলায়।
--=¤=--
২১-১০-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/১০/২০১৩খুবই ভালো লিখেছেন।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/১০/২০১৩খুবই লিখেছেন।
-
হরিশঙ্কর রায় ২২/১০/২০১৩আপনাদের সবাইকে আমার অসংখ্য সালাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ।
-
আরজু নাসরিন পনি ২২/১০/২০১৩গন্ধ শুঁকে চিনে নেবার এই যে প্রবণতা ...খুব ভালো লাগলো এই অনুভুতিটা ।
সুন্দর কবিতা ।। -
আহমাদ সাজিদ ২১/১০/২০১৩অসহিষ্ণু সময়ে অসহিষ্ণু মন। বারবার একবার। প্রতিবার।
ধন্যবাদ -
সুবীর কাস্মীর পেরেরা ২১/১০/২০১৩দারুণ