বাবুই
=বাবুই=
-হরি শংকর রায়
বাবুই তুমি ফিরে এসো,
সোনালি ডানায় মেখে নতুন ধানের ঘ্রাণ;
হেমন্তে জেগে উঠেছে সকল প্রাণ চঞ্চল।
কৃষাণীর মুখে লাজুক লাজুক হাসি
ভুলেছে বড়াই,
মান-অভিমান।
নবান্নের এই সব সোনা ঝরা দিনে
ফিরে এসো বাবুই
তোমারে ডাকিছে চড়াই।
--=¤=--
২০-১০-১৩ইং
কৃষ্ণকুঞ্জ,রংপুর।
-হরি শংকর রায়
বাবুই তুমি ফিরে এসো,
সোনালি ডানায় মেখে নতুন ধানের ঘ্রাণ;
হেমন্তে জেগে উঠেছে সকল প্রাণ চঞ্চল।
কৃষাণীর মুখে লাজুক লাজুক হাসি
ভুলেছে বড়াই,
মান-অভিমান।
নবান্নের এই সব সোনা ঝরা দিনে
ফিরে এসো বাবুই
তোমারে ডাকিছে চড়াই।
--=¤=--
২০-১০-১৩ইং
কৃষ্ণকুঞ্জ,রংপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হরিশঙ্কর রায় ১৯/১০/২০১৩ধন্যবাদ দাদা সুবীর কাস্মীর পেরেরা
-
সুবীর কাস্মীর পেরেরা ১৯/১০/২০১৩হরি দা ভাল লাগল