www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মহাপ্রলয়

=মহাপ্রলয়=
-হরি শংকর রায়

আমার একখানা দু'চালা ঘর চাই শুধু!
দু'বিঘা জমিও চাই না।
রৌদ্রের প্রখরতা,
ঝড়োহাওয়া কিংবা শীতের
রুক্ষতাকে আটকে দেবার জন্যে;
ঠিক ততটুকুই!
উর্বর করে নেবো আপন হাতে......
মনোভূমি।
সমস্ত আগাছার জন্ম দেবো
মাঠে, ঘাটে, আকাশে ও চাঁদে;
উত্তর,দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে
বিস্তৃত শিকড় গেড়ে
শুষে নেবো সুচিন্তিত রসবোধ অথবা সমস্ত মতবাদ।

ভূত ও ভবিষ্যত্‍ জানবো না কোনদিন।
অন্ধকারেই থেকে যাবো;
আরও একবার মহাপ্রলয়ের আকাঙ্খায়।

--=¤=-- -:- --=¤=--
১০-১০-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast