নারী
নারী
-হরি শংকর রায়
মৌচাকে কেন মেরেছিস ঢিল?
ভন ভন করে ঘুরছে চারদিক।
নারী কি মৌমাছি হতে পারে!
কী আশ্চর্যময়তায় এই ওড়াউড়ি ঘোরাঘুরি।
নাড়ি ছেঁড়ার টানে নারী
কি গানে মশগুল?
ভুল ঢিল ছুঁড়ে দেখি......
আকাশে বাতাসে তুমিই
নারী,
অথবা
মৌমাছি
ভাঙো শুঁড়।
ভাঙা সুরে ফোটাও হুল,
যতটুকু আছে মধু
ঢালো,
বিষণ্ণ নয়নে আগুন
দু'হাতে গরল মেখে
গলদ খুঁজে আনি
কিংবা তেঁতুল।
--=0=-- -:- --=0=--
০৭-১০-১৩ইং
কিশোরীগঞ্জ, নীলফামারী।
-হরি শংকর রায়
মৌচাকে কেন মেরেছিস ঢিল?
ভন ভন করে ঘুরছে চারদিক।
নারী কি মৌমাছি হতে পারে!
কী আশ্চর্যময়তায় এই ওড়াউড়ি ঘোরাঘুরি।
নাড়ি ছেঁড়ার টানে নারী
কি গানে মশগুল?
ভুল ঢিল ছুঁড়ে দেখি......
আকাশে বাতাসে তুমিই
নারী,
অথবা
মৌমাছি
ভাঙো শুঁড়।
ভাঙা সুরে ফোটাও হুল,
যতটুকু আছে মধু
ঢালো,
বিষণ্ণ নয়নে আগুন
দু'হাতে গরল মেখে
গলদ খুঁজে আনি
কিংবা তেঁতুল।
--=0=-- -:- --=0=--
০৭-১০-১৩ইং
কিশোরীগঞ্জ, নীলফামারী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।