উড়ান
=উড়ান=
-হরি শংকর রায়
উড়ান দে..............!
উড়ান দে, উড়াল দে......
এই শরতের রাঙা ভোরে,
স্বপ্নগুলো মুঠোয় ভরে।
নীল আকাশে ডানা মেলে
সবুজ ছুঁয়ে দে........
উড়ান দে, উড়াল দে।
আয় রে সাথী আয়!
বন-ময়ূরীর ডানায় ভেসে,
স্বপন ঝরা বন-পাহাড়ে
লাল পাহাড়ের দেশে
আয়রে ছুটে আয়......
উড়ান দিয়ে আয়.........।
জুঁই চামেলির মাতাল করা
গন্ধে ভুলে থাকবি মেতে,
নদীর জলে
ডুব-সাঁতারে হংসমিথুন বেড়ায় হেসে।
এক্ষুণি দে........
ঈশান, দক্ষিণ, অগ্নি ভুলে
উড়ান দে, উড়াল দে।
উড়ান দে.......রে.......!
দে উড়ান দে।
--=¤=-- -:- --=¤=--
৩০-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ,রংপুর।
-হরি শংকর রায়
উড়ান দে..............!
উড়ান দে, উড়াল দে......
এই শরতের রাঙা ভোরে,
স্বপ্নগুলো মুঠোয় ভরে।
নীল আকাশে ডানা মেলে
সবুজ ছুঁয়ে দে........
উড়ান দে, উড়াল দে।
আয় রে সাথী আয়!
বন-ময়ূরীর ডানায় ভেসে,
স্বপন ঝরা বন-পাহাড়ে
লাল পাহাড়ের দেশে
আয়রে ছুটে আয়......
উড়ান দিয়ে আয়.........।
জুঁই চামেলির মাতাল করা
গন্ধে ভুলে থাকবি মেতে,
নদীর জলে
ডুব-সাঁতারে হংসমিথুন বেড়ায় হেসে।
এক্ষুণি দে........
ঈশান, দক্ষিণ, অগ্নি ভুলে
উড়ান দে, উড়াল দে।
উড়ান দে.......রে.......!
দে উড়ান দে।
--=¤=-- -:- --=¤=--
৩০-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ,রংপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বজিৎ বণিক ০১/১০/২০১৩
-
আর. এইচ. মামুন ০১/১০/২০১৩দারুন লিছেন তো
-
হরিশঙ্কর রায় ০১/১০/২০১৩ধন্যবাদ দাদা @ইনসিগনিয়া (অভি)
-
নির্ঝর রাজু ০১/১০/২০১৩দাদা, আপনাকে এখানে দেখে ভালো লাগছে, কবিতাটি আগেই অনেক জায়গায় পড়েছি, খুব ভালো লাগে, কেমন মিষ্টি মিষ্টি কবিতা!****************** *******তা নির্ঝরের ব্লগবাড়িতে ঘুরে আসবেন কি ! নিমন্ত্রন রইল..
-
Înšigniã Āvî ০১/১০/২০১৩অনবদ্য....
রংপুর এ কোথায় থাকেন ?