উল্টো স্রোত
=উল্টো স্রোত=
-হরি শংকর রায়
খোঁজা না খোঁজায় মত্ত থেকেছে দু'চোখ
ভাবোল্লাসে সময় সঙ্গীহীন
খোঁজে উর্বশী।
তাল ঠেক কেটে গেলে
বেসামাল হারমনি,
বুঝি না বুঝি তবুও বুঝি।
সুরে সুর মিলিয়ে ডাকি
আয় বন্ধু....
খুঁজে খুঁজে বুঝি উল্টো স্রোতের গতি।
--=0=--
২৯-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
-হরি শংকর রায়
খোঁজা না খোঁজায় মত্ত থেকেছে দু'চোখ
ভাবোল্লাসে সময় সঙ্গীহীন
খোঁজে উর্বশী।
তাল ঠেক কেটে গেলে
বেসামাল হারমনি,
বুঝি না বুঝি তবুও বুঝি।
সুরে সুর মিলিয়ে ডাকি
আয় বন্ধু....
খুঁজে খুঁজে বুঝি উল্টো স্রোতের গতি।
--=0=--
২৯-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হরিশঙ্কর রায় ০১/১০/২০১৩যাদের মন্তব্যের উত্তর আমি দিতে পারি নাই তাদের প্রতি অশেষ ভালোবাসা ও ধন্যবাদ। আসল কথা হলো সময় বলেও তো একটা কথা আছে! সবার সাথে সঙ্গ দিতে না পারায় আমি আন্তরিক ভাবে দুঃখিত। পরবর্তী লেখাগুলোতে আরও বেশী গঠনমূলক মন্তব্য করবেন এই প্রত্যাশা করছি। আপনাদের সবাইকে ভালোবাসার চাদরে জড়িয়ে নিলাম।
-
হরিশঙ্কর রায় ৩০/০৯/২০১৩দাদা, ওটা ঠেক মানে আশ্রয়। আর কৃষ্ণকুঞ্জ এই অধমের বাড়ি। রংপুর থেকে প্রায় ৩৫-৪০ কিলোমিটার দূরে এক অজপাড়াগাঁয় অবস্থিত। আপনাকে অনেক ধন্যবাদ।
-
সুজয় আচার্য্য ৩০/০৯/২০১৩ভাল লেগেছে
-
সহিদুল হক ৩০/০৯/২০১৩আরাধ্য সন্ধানের পথটা সবসময় অনুকূল স্রোতের মতো হয় না,খুজতে গিয়েই তাই উল্টো স্রোতের গতি অনুভূত হয় কবিতার 'আমি' চরিত্রটির।খুব সুন্দর কবিতা।
আমার পাতায় আমন্ত্রণ রইলো। -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ৩০/০৯/২০১৩যখন লক্ষ্মীন্দরের মরদেহ নিয়ে
বেহুলা চলেছিল উল্টোস্রোতে
মেনকার রূপে বিশ্বামিত্র হারিয়েছে ব্রহ্মচর্য
ফিরে এসেছিল গৌতম বুদ্ধের ভেসে যাওয়া বাটি
তখন আমরাও ইচ্ছে করে উল্টো স্রোতে হাঁটি
খুব দুর্দান্ত কবিতা -
রোদের ছায়া ৩০/০৯/২০১৩সুন্দর কবিতা । তাল ঠেক নাকি তাল ঠিক ? আচ্ছা একটা প্রশ্ন ছিল, কৃষ্ণকুঞ্জ রংপুরের কোথায় ?
-
ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩ভাললেগেছ আপনার উল্টো স্রোত--
-
Înšigniã Āvî ৩০/০৯/২০১৩অসাধারণ