ঘোর আঁধার
=ঘোর আঁধার=
- হরি শংকর রায়
অষ্টাদশী অথবা ষোড়শীও নও
তবুও কপালে জোটে কলঙ্কিনী অপবাদ।
ও চাঁদ !
পঞ্চদশীতেই মুখ লুকাও।
যৌবন লুকাও, মেঘের আড়ালেই থাকো.....
ধেয়ে আসছে আগামীতে ঘোর আঁধার।
---=0=---
২৮-০৯-১৩ইং
কষ্ণকুঞ্জ, রংপুর।
- হরি শংকর রায়
অষ্টাদশী অথবা ষোড়শীও নও
তবুও কপালে জোটে কলঙ্কিনী অপবাদ।
ও চাঁদ !
পঞ্চদশীতেই মুখ লুকাও।
যৌবন লুকাও, মেঘের আড়ালেই থাকো.....
ধেয়ে আসছে আগামীতে ঘোর আঁধার।
---=0=---
২৮-০৯-১৩ইং
কষ্ণকুঞ্জ, রংপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ২৯/০৯/২০১৩ছোট্ট বক্তব্যের মাঝে বাস্তব চেতনা-বোধ প্রকাশ পেয়েছে।
-
Înšigniã Āvî ২৯/০৯/২০১৩অনন্য চেতনাবোধ....
-
হরিশঙ্কর রায় ২৯/০৯/২০১৩আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য @ সুবীর কাস্মীর পেরেরা
-
সুবীর কাস্মীর পেরেরা ২৮/০৯/২০১৩ছোট হলেও বেশ উপভোগ্য কবিতা।